‘জননী’ প্রকল্পের সূচনা রেলমন্ত্রীর

Last Updated:

বুধবার ‘জননী’ প্রকল্পের সূচনা করলেন রেলমন্ত্রী ৷ সুরেশ প্রভু জানিয়েছেন এই নতুন প্রকল্পের মাধ্যমে ট্রেনে শিশুদের জন্য থাকবে খাবার ও গরম জলের ব্যবস্থা ৷

#নয়াদিল্লি: বুধবার ‘জননী’ প্রকল্পের সূচনা করলেন রেলমন্ত্রী ৷ সুরেশ প্রভু জানিয়েছেন এই নতুন প্রকল্পের মাধ্যমে ট্রেনে শিশুদের জন্য থাকবে খাবার ও গরম জলের ব্যবস্থা ৷ সব শ্রেণির যাত্রীরাই এই সুবিধা পাবেন ৷ শিশুদের নিয়ে ট্রেনে যাত্রা করার সময় জননীদের যাতে বাচ্চাদের খাবার নিয়ে সমস্যায় না পড়তে হয় তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, টিকিট কাটার সময় খাবারের অর্ডার দিতে পারবেন যাত্রীরা ৷ বাছাই করা স্টেশনে মিলবে মুখরোচক খাবার ৷
‘মায়েদের খুশি করার জন্য আমরা এই প্রকল্পটি চালু করছি’, বলে জানালেন সুরেশ প্রভু ৷
advertisement
কয়েকদিন আগে রেল স্টেশনে বাচ্চার জন্য দুধ কিনতে না পাওয়ায় অভিযোগ জানিয়েছিলেন একজন মহিলা ৷ এই অভিযোগ পাওয়ার পর বাচ্চাদের জন্য এই প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
advertisement
সুরেশ প্রভু এদিন এই প্রকল্পটির সূচনা করেন ৷ অনুষ্ঠানে তিনি জানান, ‘সোশ্যাল সাইটে কয়েকদিন আগে একজন মহিলা রেল চত্বরে দুধ না পাওয়া যাওয়ার অভিযোগ জানান ৷ এই অভিযোগ পাওয়ার পর বাচ্চাদের জন্য ট্রেনে দুধের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷’
প্রথমে ২৫টি স্টেশনে এই প্রকল্পটি চালু করা হচ্ছে ৷ নয়াদিল্লি, মুম্বই সেন্ট্রাল, হাওড়া, চেন্নাই, নাগপুর, পুণে, সুরাট, লখনউ ও মোরাদাবাদ স্টেশনে পাওয়া যাবে এই পরিষেবা ৷
advertisement
এছাড়া ৫-১২ বছরের বাচ্চাদের জন্য থাকবে আলাদা খাবার মেনু ৷
এদিন প্রভু আরও জানান, ‘এই বছর রেল বাজেটে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেইগুলি পূরণ করার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ ইত্যিমধ্যেই অনেকগুলি পরিষেবা চালু করেছি আমরা ৷ বাকিগুলোর উপরে কাজ চলছে ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘জননী’ প্রকল্পের সূচনা রেলমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement