‘জননী’ প্রকল্পের সূচনা রেলমন্ত্রীর

Last Updated:

বুধবার ‘জননী’ প্রকল্পের সূচনা করলেন রেলমন্ত্রী ৷ সুরেশ প্রভু জানিয়েছেন এই নতুন প্রকল্পের মাধ্যমে ট্রেনে শিশুদের জন্য থাকবে খাবার ও গরম জলের ব্যবস্থা ৷

#নয়াদিল্লি: বুধবার ‘জননী’ প্রকল্পের সূচনা করলেন রেলমন্ত্রী ৷ সুরেশ প্রভু জানিয়েছেন এই নতুন প্রকল্পের মাধ্যমে ট্রেনে শিশুদের জন্য থাকবে খাবার ও গরম জলের ব্যবস্থা ৷ সব শ্রেণির যাত্রীরাই এই সুবিধা পাবেন ৷ শিশুদের নিয়ে ট্রেনে যাত্রা করার সময় জননীদের যাতে বাচ্চাদের খাবার নিয়ে সমস্যায় না পড়তে হয় তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, টিকিট কাটার সময় খাবারের অর্ডার দিতে পারবেন যাত্রীরা ৷ বাছাই করা স্টেশনে মিলবে মুখরোচক খাবার ৷
‘মায়েদের খুশি করার জন্য আমরা এই প্রকল্পটি চালু করছি’, বলে জানালেন সুরেশ প্রভু ৷
advertisement
কয়েকদিন আগে রেল স্টেশনে বাচ্চার জন্য দুধ কিনতে না পাওয়ায় অভিযোগ জানিয়েছিলেন একজন মহিলা ৷ এই অভিযোগ পাওয়ার পর বাচ্চাদের জন্য এই প্রকল্পটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ ৷
advertisement
সুরেশ প্রভু এদিন এই প্রকল্পটির সূচনা করেন ৷ অনুষ্ঠানে তিনি জানান, ‘সোশ্যাল সাইটে কয়েকদিন আগে একজন মহিলা রেল চত্বরে দুধ না পাওয়া যাওয়ার অভিযোগ জানান ৷ এই অভিযোগ পাওয়ার পর বাচ্চাদের জন্য ট্রেনে দুধের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছি ৷’
প্রথমে ২৫টি স্টেশনে এই প্রকল্পটি চালু করা হচ্ছে ৷ নয়াদিল্লি, মুম্বই সেন্ট্রাল, হাওড়া, চেন্নাই, নাগপুর, পুণে, সুরাট, লখনউ ও মোরাদাবাদ স্টেশনে পাওয়া যাবে এই পরিষেবা ৷
advertisement
এছাড়া ৫-১২ বছরের বাচ্চাদের জন্য থাকবে আলাদা খাবার মেনু ৷
এদিন প্রভু আরও জানান, ‘এই বছর রেল বাজেটে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেইগুলি পূরণ করার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ ইত্যিমধ্যেই অনেকগুলি পরিষেবা চালু করেছি আমরা ৷ বাকিগুলোর উপরে কাজ চলছে ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘জননী’ প্রকল্পের সূচনা রেলমন্ত্রীর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement