রেলের নজরে পাঁচটি ট্রেন, কয়েক হাজার যাত্রীর সংক্রমণের আশঙ্কা

Last Updated:
যে পাঁচটি ট্রেন রেলের নজরে রয়েছে সেগুলি ১৩ থেকে ১৯ মার্চের মধ্যে দিল্লি ছেড়েছিল৷ সেগুলি হলো দিল্লি- গুন্টুর দুরন্ত এক্সপ্রেস, দিল্লি থেকে চেন্নাইগামী গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস, দিল্লি- চেন্নাই তামিলনাড়ু এক্সপ্রেস, নিউ দিল্লি - রাঁচি রাজধানী এক্সপ্রেস এবং এপি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস৷
ঠিক কতজন যাত্রী নিজামুদ্দিনের ধর্মীয় সভায় যোগদানকারীদের সংস্পর্শে আসতে পারেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সংখ্যা বলতে চাইছেন না রেল কর্তারা৷ কিন্তু প্রতিটি ট্রেনেই ১০০০ থেকে ১২০০ যাত্রী ছিলেন৷ এর পাশাপাশি ট্রেনে রেল কর্মীরাও ছিলেন৷ ফলে এঁদের প্রত্যেকেরই সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷
advertisement
advertisement
রেলের তরফে যাত্রীদের তালিকা জেলা প্রশাসনগুলিকে দেওয়া হচ্ছে৷ তবলিঘি জামাতে কারা গিয়েছিলেন, তাঁদের নামের তালিকা মিলিয়ে দেখে এ বিষয়ে নিশ্চিত হচ্ছে জেলা প্রশাসন৷
যেমন ১৩ মার্চ দিল্লি থেকে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসে করে ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া ৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক করিমনগরে ফিরেছিলেন৷ পরে তাঁদের প্রত্যেকেরই করোনা ভাইরাস ধরা পড়ে৷
আবার নিউ দিল্লি- রাঁচি রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচের ৬০ জন যাত্রীর উপরেও প্রশাসনের নজর রয়েছে৷ কারণ ওই কামরাতেই মালয়েশিয়ার নাগরিক এক মহিলা গত ১৬ মার্চ যাত্রা করেছিলেন৷ মালয়েশিয়ার ওই নাগরিকও নিজামুদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন৷ পরে তাঁরও করোনা সংক্রমণ ধরা পড়ে৷ ফলে ওই কামরায় তাঁর সহযাত্রীদেরও সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে৷ আপাতত ওই যাত্রীদের খুঁজে বের করতে হিমশিম খাচ্ছেন প্রশাসনের কর্তারা৷ এভাবেই গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেসের এস ৩ কামরা, তামিলনাড়ু এক্সপ্রেসের মতো ট্রেনও রেল এবং জেলা প্রশাসনগুলির নজরে রয়েছে৷
advertisement
হজরত নিজামুদ্দিন এবং নিউ দিল্লি স্টেশন দু'টি ভারতের সবথেকে ব্যস্ত স্টেশনের মধ্যে অন্যতম৷ হজরত নিজামুদ্দিন স্টেশন দিয়ে প্রতিদিন ২ লক্ষ মানুষ যাতায়াত করেন, অন্যদিকে নিউ দিল্লি স্টেশনে দৈনিক পাঁচ লক্ষ মানুষের চাপ থাকে৷ ফলে এই বিপুল সংখ্যক মানুষের মধ্যে থেকে ওই ধর্মীয় অনুষ্ঠানে যোগদানকারী এবং তাঁরা কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করা অত্যন্ত দুরূহ কাজ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রেলের নজরে পাঁচটি ট্রেন, কয়েক হাজার যাত্রীর সংক্রমণের আশঙ্কা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement