ঐতিহাসিক কালকা মেল এবার থেকে নেতাজি এক্সপ্রেস, সুভাষ-স্মরণে পদক্ষেপ কেন্দ্রের

Last Updated:

১৯৪১ সালে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে পালানোর সময়ে বিহার থেকে এই ট্রেনেই চড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

#নয়াদিল্লি: আগেই পরাক্রম দিবস ঘোষণা হয়েছিল। এবার আরও একধাপ এগিয়ে ঐতিহ্যবাহী হাওড়া কালকা মেলের নাম করা হল নেতাজি এক্সপ্রেস। ১৯৪১ সালে ব্রিটিশের চোখে ধুলো দিয়ে পালানোর সময়ে বিহার থেকে এই ট্রেনেই চড়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।
গত ১৪ জানুয়ারি এই প্রস্তাব পেয়েছিল রেলমন্ত্রক। তারপর এদিন কালকা মেলের নামবদলের কথা ঘোষণা করেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। তিনি লেখেন, "১২৩১১/১২৩২২ হাওড়া কালকা মেলকে নেতাজি এক্সপ্রেস হিসেবে ঘোষণা করে রেল গর্বিত।"
advertisement
advertisement
মঙ্গলবার কেন্দ্রের বিবৃতিতে পরাক্রম দিবসের কথা জানানো হয়। এই সিদ্ধান্তকে ভালোভাবে নেননি নেতাজি প্রপৌত্র চন্দ্র বসুই। তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দেশপ্রেম দিবসের দাবি জানানোর কথা বলেন। হুটমুড়ার সভা থেকে তিনি বলেন এই দিনটি দেশনায়ক দিবস হিসেবে পরিগণণিত হলে ভালো হত। কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে চায়নি ফরোয়ার্ড ব্লকও। উল্লেখ্য রাজ্য দীর্ধদিন ধরেই এই দিনটিতে জাতীয় ছুটি ঘোষণার দাবিও জানিয়ে আসছে। এখনও তাই নিয়ে কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র।
advertisement
তবে একটা কথা পরিষ্কার, ভোটের আগে রবীন্দ্রনাথ বিবেকানন্দের মতো নেতাজিকে সামনে রেখেই বাঙালি আবেগকে উস্কে দিতে চাইছে যুযুধান শিবিরগুলি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঐতিহাসিক কালকা মেল এবার থেকে নেতাজি এক্সপ্রেস, সুভাষ-স্মরণে পদক্ষেপ কেন্দ্রের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement