#নয়াদিল্লি: তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের স্বীকৃতি দিতে রিজার্ভেশন ফর্মে বিশেষ পরিবর্তন আনল রেলওয়ে কর্তৃপক্ষ ৷ রূপান্তরকামী ও হিজড়ে গোষ্ঠীভুক্ত মানুষদের পরিচয়কে সম্মান দিতে রেলের বুকিং ফর্মে এবার থেকে থাকবে নতুন একটি অপশন, T ৷
নতুন টিকিট বুকিং ও ফর্মে নারী, পুরুষের জন্য নির্দিষ্ট M,F ছাড়াও এবার থেকে থাকবে T অপশন ৷ তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের পরিচয় চিহ্নিত করতেই এই বিকল্পের ভাবনা ৷ ইতিমধ্যেই সমস্ত আঞ্চলিক শাখাকে চিঠি দিয়ে এই নয়া পরিবর্তন সম্পর্কে জানিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ৷
২০১৪ সালে সু্প্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে হিজড়ে ও রূপান্তকামী মানুষেরা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পায় ৷ এর আগে এই গোষ্ঠীর মানুষদের স্ত্রী বা পুরুষ কোনও একটি অপশন চিহ্নিত করে নিজেদের পরিচয় দিতে হত ৷
আরও পড়ুন
শীর্ষ আদালতের এই রায়ের পরই বিভিন্ন সরকারি দফতরে, পাসপোর্ট, রেশন কার্ডে, ব্যাঙ্কের ফর্ম, ভর্তির ফর্মে ছাড়াও যেকোন সরকারি নথিতে others অপশনটি আনা হয় ৷ বর্তমানে others ছাড়াও TG বা T বিকল্পও ব্যবহার করা হয় ৷
সম্প্রতি চণ্ডীগড় প্রশাসন তৃতীয় লিঙ্গের জন্য Mx প্রেফিক্স চালু করার সিদ্ধান্ত নেয় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railway, Third Gender, Transgender