তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের জন্য রেলের অভিনব ব্যবস্থা

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের জন্য রেলের অভিনব ব্যবস্থা

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের স্বীকৃতি দিতে রিজার্ভেশন ফর্মে বিশেষ পরিবর্তন আনল রেলওয়ে কর্তৃপক্ষ ৷ রূপান্তরকামী ও হিজড়ে গোষ্ঠীভুক্ত মানুষদের পরিচয়কে সম্মান দিতে রেলের বুকিং ফর্মে এবার থেকে থাকবে নতুন একটি অপশন, T ৷

    নতুন টিকিট বুকিং ও ফর্মে নারী, পুরুষের জন্য নির্দিষ্ট M,F ছাড়াও এবার থেকে থাকবে T অপশন ৷ তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের পরিচয় চিহ্নিত করতেই এই বিকল্পের ভাবনা ৷ ইতিমধ্যেই সমস্ত আঞ্চলিক শাখাকে চিঠি দিয়ে এই নয়া পরিবর্তন সম্পর্কে জানিয়েছে ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ ৷

    ২০১৪ সালে সু্প্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে হিজড়ে ও রূপান্তকামী মানুষেরা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পায় ৷ এর আগে এই গোষ্ঠীর মানুষদের স্ত্রী বা পুরুষ কোনও একটি অপশন চিহ্নিত করে নিজেদের পরিচয় দিতে হত ৷

    আরও পড়ুন 

    Mr, Ms এর পর এবার Mx, রূপান্তকরকামীদের জন্য নতুন সম্বোধন

    শীর্ষ আদালতের এই রায়ের পরই বিভিন্ন সরকারি দফতরে, পাসপোর্ট, রেশন কার্ডে, ব্যাঙ্কের ফর্ম, ভর্তির ফর্মে ছাড়াও যেকোন সরকারি নথিতে others অপশনটি আনা হয় ৷ বর্তমানে others ছাড়াও TG বা T বিকল্পও ব্যবহার করা হয় ৷

    সম্প্রতি চণ্ডীগড় প্রশাসন তৃতীয় লিঙ্গের জন্য Mx প্রেফিক্স চালু করার সিদ্ধান্ত নেয় ৷

    First published:

    Tags: Indian Railway, Third Gender, Transgender