Rail: ৯৩ শতাংশ কাজ সম্পূর্ণ, বিরাট খবর দিল রেল! উত্তর পূর্ব সীমান্ত রেলের বদলে যাবে পুরো চেহারাই
- Published by:Suman Biswas
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Rail: লুক ইস্ট পলিসিতে জোর উত্তর পূর্ব সীমান্ত রেলের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পে।
শিলিগুড়ি: ভারত সরকারের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ এবং ভারতীয় রেলের ‘ক্যাপিটাল কানেক্টিভিটি’ প্রকল্পের অধীনে একাধিক চলমান রেলওয়ে প্রকল্প উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সংযোগ ব্যবস্থা রূপান্তরের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। রেলওয়ে বোর্ডের পরিকাঠামো সদস্য অনিল কুমার খান্ডেলওয়াল সম্প্রতি ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের চলমান কিছু গুরুত্বপূর্ণ রেলওয়ে প্রকল্প পরিদর্শন করেন।
পরিদর্শন করা প্রকল্পগুলির মধ্যে ভৈরবী-সাইরাং নতুন লাইন প্রকল্প, জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্প এবং আগরতলা-আখাউরা আন্তর্জাতিক রেল সংযোগ প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। ১৩ মে, ২০২৪ তারিখে রেলওয়ে বোর্ডের সদস্য (পরিকাঠামো) অনিল কুমার খান্ডেলওয়াল ভৈরবী-সাইরাং নতুন রেলওয়ে লাইন প্রকল্পের নির্মাণকার্য পরিদর্শন করেন, এই প্রকল্পটির দ্বারা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সঙ্গে স্থিতিশীল রেলওয়ে সংযোগের মাধ্যমে দেশের অবশিষ্ট অংশের সংযোগ সাধন হবে এবং এই প্রকল্পটি প্রায় সমাপ্তির পথে।
advertisement
আরও পড়ুন: ফ্রেজারগঞ্জে বড় রহস্য! মাত্র ৫ মাসে ২৬ জনের ‘এভাবে’ মৃত্যু! ‘কারণ’ কী, ভয় ধরে যাবে আসল ঘটনা জানলে
advertisement
প্রকল্পটির প্রায় ৯৩ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এই প্রকল্পের দ্বারা মিজোরামে ৫১.৩৮ কিমি রেলওয়ে ট্র্যাক সংযোজনের লক্ষ্য স্থির করা হয়েছে এবং প্রকল্পের মধ্যে রয়েছে ৫৫টি মেজর ব্রিজ ও ৮৭টি মাইনোর ব্রিজ। প্রকল্পটির মোট টানেলের দৈর্ঘ্য হল ১২৮৫৩ মিটার। এই প্রকল্পে ৪টি স্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পটির সবচেয়ে লম্বা স্তম্ভটি রয়েছে ১৯৬নং. ব্রিজে, যার উচ্চতা হল ১০৪ মিটার, যা কুতুব মিনারের চেয়ে ৪২ মিটার বেশি উচুঁ। বোর্ডের সদস্য (পরিকাঠামো) ১৪ মে তারিখে জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পের নির্মাণ কার্য ও পরিদর্শন করেন। এই প্রকল্পটিরও লক্ষ্য হলো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের দেশের অবশিষ্ট অংশের সাথে স্থিতিশীল সংযোগ স্থাপন এবং এই প্রকল্পটিও প্রায় শেষের পথে। ১১১ কিমি লম্বা এই প্রকল্পে রয়েছে ৫২টি টানেল, ১১টি মেজর ব্রিজ, ১২৯টি মাইনোর ব্রিজ।
advertisement
বিশ্বের মধ্যে রেলওয়ে ব্রিজের সবচেয়ে উঁচু স্তম্ভ এই প্রকল্পের অধীনে নির্মাণ করা হচ্ছে, যার উচ্চতা ১৪১ মিটার। প্রকল্পটির প্রায় ৭৭ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। এই প্রকল্পগুলি পার্বত্য রাজ্য মিজোরাম ও মণিপুরের মানুষের জন্য যোগযোগ ব্যবস্থা বৃদ্ধি করবে। এই প্রকল্পগুলি একবার সম্পূর্ণ হয়ে গেলে সংশ্লিষ্ট অঞ্চলগুলির ক্ষুদ্র মাপের শিল্পোদ্যোগ বিকাশের পাশাপাশি আর্থ-সামাজিক বিকাশেও সহায়ক হয়ে উঠবে।
advertisement
এই রাজ্যগুলির জনগণ দেশজুড়ে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রা করার সুযোগ লাভ করবেন এবং পাশাপাশি খুব কম ব্যয়ে অত্যাবশ্যকীয় সামগ্রীর বাধাহীন সরবরাহও লাভ করবেন। বোর্ডের সদস্য (পরিকাঠামো) ১৫ মে, ২০২৪ তারিখে আগরতলা-আখাউরা আন্তর্জাতিক রেল সংযোগী প্রকল্পও পরিদর্শন করেন, যা নিশ্চিন্তিপুর (ত্রিপুরা) ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন স্টেশনের মাধ্যমে বাংলাদেশের আখাউরা স্টেশনকে সংযুক্ত করবে। এটি ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ও পণ্যবাহী উভয় ট্রেনের জন্য ডুয়াল গজ স্টেশন হবে। এই রেল সংযোগ পর্যটন খণ্ডে বিশাল উৎসাহ দান করবে, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি করবে এবং দুটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2024 10:23 AM IST