‘আম আদমী’-র রেল বাজেট

Last Updated:

রেলমন্ত্রী সুরেশ প্রভু বৃহস্পতিবার লোকসভায় মোট ৮৭২০ কোটি টাকার বাজেট পেশ করলেন ৷ নতুন করে বাড়ল না রেল ভাড়া, তবে বিকল্প আয়ের পথে হাঁটল রেল ৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ’, এটা আমাদের জন্য শুধু স্লোগান না,এটা আমাদের ভাবনা আর পদক্ষেপ’, বাজেট পেশের সময় জানালেন সুরেশ প্রভু ৷

#নয়াদিল্লি: রেলমন্ত্রী সুরেশ প্রভু বৃহস্পতিবার লোকসভায় মোট ৮৭২০ কোটি টাকার বাজেট পেশ করলেন ৷ নতুন করে বাড়ল না রেল ভাড়া, তবে বিকল্প আয়ের পথে হাঁটল রেল ৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ’, এটা আমাদের জন্য শুধু স্লোগান না,এটা আমাদের ভাবনা আর পদক্ষেপ’, বাজেট পেশের সময় জানালেন সুরেশ প্রভু ৷
ভোটের আগে পেশ হওয়া এই রেল বাজেটে নতুন চারটি ট্রেন পেলেন যাত্রীরা ৷ হামসফর, তেজস ও উদয় নামে তিনটি নতুন চালু করার কথা জানালেন রেলমন্ত্রী ৷ এক নজরে দেখে নিন, সুরেশ প্রভুর রেল বাজেটের ১৫ টি খবর যা হাসি ফোটাবে যাত্রীদের মুখে-
১) চালু হতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত ডবল ডেকার ট্রেন ‘উদয়’ ৷ ‘অন্ত্যোদয়’ নামের দূরপাল্লার ট্রেনে সংরক্ষণ ছাড়াও সওয়ার হওয়া যাবে ৷
advertisement
advertisement
২) প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষণের কোটা বেড়ে হল ৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য লোয়ার বা নীচের বার্থ দেওয়া হবে ৷ অন্যদিকে, মহিলাদের জন্য সংরক্ষণের কোটা বেড়ে হল ৩৩ শতাংশ ৷
৩) এবার থেকে ফোনে ১৩৯ ডায়াল করেই বাতিল করা যাবে টিকিট ৷
৪) ই-ক্যাটারিং ব্যবস্থায় চাইলেই মিলবে স্থানীয় খাবার ৷
advertisement
৫) ট্রেনের মেনুতে যোগ হল বেবি ফুড ৷ এমনকী, শিশুদের খাবার বানানোর জন্য গরম জলের প্রয়োজন হলে তাও পাবেন মায়েরা ৷
৬) ৪০০ রেল স্টেশনে শুরু হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা ৷ ১০০ স্টেশনে এবছরের মধ্যেই বসে যাবে ওয়াই-ফাই রাউটারস ৷
৭) অসংরক্ষিত ক্যামেরাতেও থাকবে মোবাইল চার্জ পয়েন্ট ৷
৮) ‘ক্লিন মাই কোচ’- লিখে নির্দিষ্ট নাম্বারে এসএমএস করলেই রেলের কর্মচারীরা এসে পরিষ্কার করে দেবে আপনার কামরা ৷
advertisement
৯) এবার থেকে যাত্রীদের জন্য প্রতি ট্রেনে বাজবে রেডিও
১০) তীর্থ যাত্রীদের জন্য চলবে আস্থা এক্সপ্রেস ৷ অনলাইনে বুক করা যাবে হুইল চেয়ার ৷
১১) মহিলাদের সুরক্ষায় হেল্পলাইন ১৮২ খোলা থাকবে ২৪ ঘণ্টা ৷ ৩১১ স্টেশনে লাগানো হবে সিসিটিভি ৷
১২) ২০০০ স্টেশনে ২০ হাজারেরও বেশি ডিসপ্লে স্ক্রিন লাগানো হবে ৷
advertisement
১৩) পরিচ্ছন্নতার দিকে নজর রেখেছে এই বাজেট ৷ ১৭ হাজার বায়ো টয়লেট লাগানো হবে ট্রেনে ৷ আরও ৪৭৫ টি স্টেশনে অতিরিক্ত শৌচাগার তৈরি করা হবে ৷
১৪) ৪৪ টি নতুন যোজনা শুরু করছে রেল ৷ যাতে তপশিলী জাতি ও তপশিলী উপজাতিদের কর্ম সংস্থান হবে ৷
১৫) টিকিটের সঙ্গেই বুক করা যাবে ডিসপোজেবল বেড রোল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আম আদমী’-র রেল বাজেট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement