‘আম আদমী’-র রেল বাজেট

Last Updated:

রেলমন্ত্রী সুরেশ প্রভু বৃহস্পতিবার লোকসভায় মোট ৮৭২০ কোটি টাকার বাজেট পেশ করলেন ৷ নতুন করে বাড়ল না রেল ভাড়া, তবে বিকল্প আয়ের পথে হাঁটল রেল ৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ’, এটা আমাদের জন্য শুধু স্লোগান না,এটা আমাদের ভাবনা আর পদক্ষেপ’, বাজেট পেশের সময় জানালেন সুরেশ প্রভু ৷

#নয়াদিল্লি: রেলমন্ত্রী সুরেশ প্রভু বৃহস্পতিবার লোকসভায় মোট ৮৭২০ কোটি টাকার বাজেট পেশ করলেন ৷ নতুন করে বাড়ল না রেল ভাড়া, তবে বিকল্প আয়ের পথে হাঁটল রেল ৷ ‘সবকা সাথ, সবকা বিকাশ’, এটা আমাদের জন্য শুধু স্লোগান না,এটা আমাদের ভাবনা আর পদক্ষেপ’, বাজেট পেশের সময় জানালেন সুরেশ প্রভু ৷
ভোটের আগে পেশ হওয়া এই রেল বাজেটে নতুন চারটি ট্রেন পেলেন যাত্রীরা ৷ হামসফর, তেজস ও উদয় নামে তিনটি নতুন চালু করার কথা জানালেন রেলমন্ত্রী ৷ এক নজরে দেখে নিন, সুরেশ প্রভুর রেল বাজেটের ১৫ টি খবর যা হাসি ফোটাবে যাত্রীদের মুখে-
১) চালু হতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত ডবল ডেকার ট্রেন ‘উদয়’ ৷ ‘অন্ত্যোদয়’ নামের দূরপাল্লার ট্রেনে সংরক্ষণ ছাড়াও সওয়ার হওয়া যাবে ৷
advertisement
advertisement
২) প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষণের কোটা বেড়ে হল ৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য লোয়ার বা নীচের বার্থ দেওয়া হবে ৷ অন্যদিকে, মহিলাদের জন্য সংরক্ষণের কোটা বেড়ে হল ৩৩ শতাংশ ৷
৩) এবার থেকে ফোনে ১৩৯ ডায়াল করেই বাতিল করা যাবে টিকিট ৷
৪) ই-ক্যাটারিং ব্যবস্থায় চাইলেই মিলবে স্থানীয় খাবার ৷
advertisement
৫) ট্রেনের মেনুতে যোগ হল বেবি ফুড ৷ এমনকী, শিশুদের খাবার বানানোর জন্য গরম জলের প্রয়োজন হলে তাও পাবেন মায়েরা ৷
৬) ৪০০ রেল স্টেশনে শুরু হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা ৷ ১০০ স্টেশনে এবছরের মধ্যেই বসে যাবে ওয়াই-ফাই রাউটারস ৷
৭) অসংরক্ষিত ক্যামেরাতেও থাকবে মোবাইল চার্জ পয়েন্ট ৷
৮) ‘ক্লিন মাই কোচ’- লিখে নির্দিষ্ট নাম্বারে এসএমএস করলেই রেলের কর্মচারীরা এসে পরিষ্কার করে দেবে আপনার কামরা ৷
advertisement
৯) এবার থেকে যাত্রীদের জন্য প্রতি ট্রেনে বাজবে রেডিও
১০) তীর্থ যাত্রীদের জন্য চলবে আস্থা এক্সপ্রেস ৷ অনলাইনে বুক করা যাবে হুইল চেয়ার ৷
১১) মহিলাদের সুরক্ষায় হেল্পলাইন ১৮২ খোলা থাকবে ২৪ ঘণ্টা ৷ ৩১১ স্টেশনে লাগানো হবে সিসিটিভি ৷
১২) ২০০০ স্টেশনে ২০ হাজারেরও বেশি ডিসপ্লে স্ক্রিন লাগানো হবে ৷
advertisement
১৩) পরিচ্ছন্নতার দিকে নজর রেখেছে এই বাজেট ৷ ১৭ হাজার বায়ো টয়লেট লাগানো হবে ট্রেনে ৷ আরও ৪৭৫ টি স্টেশনে অতিরিক্ত শৌচাগার তৈরি করা হবে ৷
১৪) ৪৪ টি নতুন যোজনা শুরু করছে রেল ৷ যাতে তপশিলী জাতি ও তপশিলী উপজাতিদের কর্ম সংস্থান হবে ৷
১৫) টিকিটের সঙ্গেই বুক করা যাবে ডিসপোজেবল বেড রোল ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আম আদমী’-র রেল বাজেট
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement