রাফাল নিয়ে শোরগোল আসলে রাহুলের নিজের বাবার বোফর্স কেলেঙ্কারির দাগ মোছার চেষ্টা: মোদি

Last Updated:

রাফাল ইস্যুর পাল্টা বোফর্স ইস্যু নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষ মোদির ৷

#নয়াদিল্লি: ভোটের আগে রাফাল নিয়ে কংগ্রেসের শোরগোল ফাঁকা আওয়াজ ৷ নির্বাচনের ময়দানে হাতে গরম রাফায়েল ইস্যু নিয়ে রাহুলের ভাষণ আসলে তাঁর বাবার গায়ে লাগা কলঙ্কের দাগ মোছার চেষ্টা ৷ রাফাল ইস্যুর পাল্টা বোফর্স ইস্যু নিয়ে রাহুল গান্ধিকে কটাক্ষ মোদির ৷
News18 Network Group এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে নরেন্দ্র মোদির নিশানায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ ফের আলোচনায় উঠে এল রাফাল ইস্যু ৷ রাফাল নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে একের পর এক অস্ত্র শানিয়েছেন রাহুল ৷ নিউজ18 নেটওয়ার্ককে দেওয়া নিজের দ্বিতীয় সাক্ষাৎকারে মোদি বলেন, ‘রাহুলকে তাঁর দলের লোকেরাই বলছে রাফাল রাজনৈতিক ইস্যুর রূপ দিয়ে কোনও কাজের কাজ হচ্ছে না ৷ তাঁর নিজের লোকেরাই রাহুলকে পরামর্শ দিচ্ছে এই ইস্যু নিয়ে বারবার কথা না বলতে ৷ আসলে রাহুল এই রাফাল ইস্যুর আড়ালে নিজের বাবার উপর লাগা বোফর্স কেলেঙ্কারির দাগ মুছতে চাইছে ৷’
advertisement
এখানেই শেষ নয় রাহুলকে এক হাত নিয়ে মোদি বলেন, ‘রাফাল কখনই বিরোধীদের আগ্রহের ইস্যু ছিল না ৷ আসলে একজন একটা মিথ্যে কথাকে বারবার বলে সত্যের রূপ দিতে চাইছে ৷ কিন্তু বারবার তাঁর সেই প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে ৷ সুপ্রিম কোর্ট বা ক্যাগ কোথাওই তার কথা ধোপে টিকছে না ৷ কিছু নিরপেক্ষ সাংবাদিকও বোফর্স চুক্তিতে টাকার লেনদেনের পরিমাণ জানতে চেয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু রাফায়েল-এর ক্ষেত্রে অযৌক্তিক প্রশ্ন করা হচ্ছে ৷ এটা দীর্ঘদিন কখনই চলতে পারে না ৷’
advertisement
advertisement
সম্প্রতি রাফাল ইস্যুতে মোদি ঘনিষ্ঠ শিল্পপতি অনিল অম্বানিকে রাফাল-এর বরাত পাইয়ে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধি ৷ একইসঙ্গে কংগ্রেস সভাপতির মন্তব্য করেন, ‘শীঘ্রই মোদির ‘করমা’-ই তাকে নিয়ে ডুববে ৷’
রাফাল নিয়ে কংগ্রেসের অভিযোগের জবাবে মোদির মন্তব্য, প্রতিরক্ষা ক্ষেত্রে কেলেঙ্কারির জন্যই ক্ষমতা হারায় কংগ্রেস ৷ এখন তারাই সেই অভিযোগ অন্যের বিরুদ্ধে করছে ৷ প্রধানমন্ত্রী আরও বলেন, বাজপেয়ী সরকারের আমলে জর্জ ফার্নান্ডেজকে কফিন স্ক্যামে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস ৷ প্রমাণিত হয় সমস্ত অভিযোগ মিথ্যে ৷ এবার ওদের টার্গেট আমি ৷ কিসের ভিত্তিতে ওরা অভিযোগ করছে জানতে চাইলেই পালায় ৷ ওরা শুধু মিথ্যে কথাই বলতে পারে ৷’
advertisement
সরকারে নেতৃত্বের ক্ষমতায় নিজের টার্ম পূর্ণ করলেন মোদি ৷ এত বছরের রাজনৈতিক জীবন নিয়ে বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিরোধীদল কংগ্রেসের নেতাও মানতে বাধ্য হন, কখনই মোদিকে দুর্নীতিগ্রস্থ বলা যায় না ৷ এরপরই মোদির মন্তব্য, ভারতের জনগন অনেক বুদ্ধিমান ও সুবিবেচক ৷ মিথ্যে অভিযোগ তারা কখনই মেনে নেবে না ৷
advertisement
যে ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি সেই ‘চৌকিদার’ নিয়ে প্রশ্ন করা হলে মোদি বলেন, ২০১৩-১৪ নির্বাচনে প্রচারের সময় প্রধানমন্ত্রী পদ প্রার্থী হিসেবে তাঁর জনতার কাছে প্রতিশ্রুতি ছিল, ‘আপনারা আমাকে চৌকিদার বানালে আমি কাউকে ভারতের ধনসম্পত্তি চুরি করতে দেব না ৷’ এবং এটাই তাঁর বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় ৷
চৌকিদার ইস্যুতে মোদির আরও মন্তব্য, ‘আমি আজও বলছি আমি চৌকিদার ৷ আমি কাউকে চুরি করতে দেব না ৷ কেউ যদি দেশের সম্পদ চুরি করে তাহলে আরও কড়া আইনের সাহায্য নিয়ে তাঁকে উচিত শাস্তি দেব ৷’
advertisement
রাফাল ইস্যুতে নির্বাচনের আগে উত্তপ্ত জাতীয় রাজনীতিতে ৷ এই ইস্যুতে মোদির বক্তব্য সামনে এল নিউজ18 নেটওয়ার্ককে দেওয়া মোদির বিশেষ ইন্টারভিউতে ৷
https://youtu.be/h0KXnhV7wSY
বাংলা খবর/ খবর/দেশ/
রাফাল নিয়ে শোরগোল আসলে রাহুলের নিজের বাবার বোফর্স কেলেঙ্কারির দাগ মোছার চেষ্টা: মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement