‘শুধুমাত্র ভোটে জেতার জন্য রাহুল লোকটিকে মৃত্যুশয্যায় পাঠিয়ে দিল’, রাহুলকে ফের আক্রমণ স্মৃতির

Last Updated:
#অমেঠি: শুধুমাত্র ভোটে জেতার জন্যই মানুষকে মৃত্যুশয্যায় চিকিৎসা পেতে দিল না রাহুল ৷ ফের এই ভাষাতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ করলেন স্মৃতি ইরানি ৷ পঞ্চম পর্যায়ের লোকসভা ভোট গ্রহণের মধ্যেই রাহুলকে আক্রমণ স্মৃতির ৷ অমেঠির ভোট যুদ্ধে আজই অর্থাৎ সোমবারই নির্ধারিত হতে চলেছে রাহুল ও স্মৃতির ভাগ্য ৷
রবিবার বিজেপি অভিযোগ করে শুধুমাত্র রাজনৈতিক কারণে অমেঠির সঞ্জয় গান্ধি হাসপাতাল থেকে এক মরণাপন্ন ব্যক্তিকে চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ কারণ, তার কাছে আয়ুষ্মান ভারত অর্থাৎ কেন্দ্রের স্বাস্থ্যবীমার কার্ডটি ছিল ৷ ওই কার্ডটি দেখে ব্যক্তির চিকিৎসা না করে ফিরিয়ে দেয় হাসপাতাল বলে অভিযোগ বিজেপির ৷ সেই একই ইস্যুতে রাহুলকে এদিন আক্রমণ করেন তাঁর অমেঠি প্রতিদ্বন্দ্বী ৷ বাবার নামাঙ্কিত ওই হাসপাতালটির ট্রাস্টি বোর্ডে রয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি নিজে ৷ তাই শুধু স্মৃতি ইরানি নয় নরেন্দ্র মোদিরও নিশানায় রাহুল ৷
advertisement
অমেঠির বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির তোপ, ‘কংগ্রেস সভাপতি একজন অমানুষ ৷ তিনি যে হাসপাতালের ট্রাস্টি সেখান থেকে একজন মরণাপন্ন মানুষকে চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়া হ. শুধু মাত্র এই কারণে যে তাঁর কাছে কেন্দ্রের দেওয়া স্বাস্থ্যবীমার কার্ড ছিল ৷’ এখানেই শেষ নয়, নেহেরু-গান্ধি পরিবারকেও আক্রমণ করতে ছাড়েননি স্মৃতি ৷ বলেন, ‘এই পরিবারটাই এমন ৷ শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য নিরীহ মানুষকে মৃত্যুশয্যায় পাঠিয়ে দিল এরা ৷’
advertisement
advertisement
অমেঠির ভোটগ্রহণ প্রক্রিয়ার দিনে রাহুলের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী স্মৃতি ৷ তিনি বলেন, ‘কোথায় আজ রাহুল গান্ধি? কংগ্রেস কর্মীরা অমেঠির মানুষকে আজ জবাব দিন কেন তিনি অনুপস্থিত? আর কেনই বা তিনি দুই জায়গা থেকে লড়ছেন ৷ তিনি শুধুমাত্র অনুপস্থিত সাংসদই নন, অনুপস্থিত প্রার্থী ৷’
অমেঠিতে রাহুলকে চ্যালেঞ্জ ছুঁড়তে বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। গতবারও তিনি রাহুলের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু, হেরে যান প্রায় ১ লাখ ভোটে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘শুধুমাত্র ভোটে জেতার জন্য রাহুল লোকটিকে মৃত্যুশয্যায় পাঠিয়ে দিল’, রাহুলকে ফের আক্রমণ স্মৃতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement