মোদি-শাহ বিরোধী জোট তরজায় রাহুল-কেজরিওয়ালের একে অপরকে দোষারোপ

Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত অনিশ্চিত কংগ্রেস-আপ জোট । একাধিকবার জল্পনা থাকলেও শেষ পর্যন্ত জোট প্রস্তাব বাস্তবায়িত হয়নি ।
আজ সন্ধ্যায় ট্যুইট করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি যার মূল বক্তব্য ছিল-'কংগ্রেস ও আপের জোট হলে তা বিজেপিকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যথেষ্ট । আম আদমি পার্টির জন্য দিল্লিতে ৪টি আসন ছাড়তেও রাজি কংগ্রেস । ...কিন্তু কেজরিওয়াল জি ইউ টার্ন নিয়ে নিয়েছেন'।
advertisement
advertisement
রাহুলের পাল্টা উত্তর দিয়েছেন কেজরিওয়ালও । তিনি ট্যুইটারে লিখেছেন-'কোন ইউ-টার্নের কথা বলছেন? এখনও পর্যন্ত কথাবার্তা চলছে । আপনার ট্যুইট থেকেই প্রমাণিত মহাজোট কেবলমাত্র আপনার ইচ্ছা নয়, এটি নিছকই লোকদেখানো ও আপনি বড় বড় কথা বলছেন দেখেও আমার দুঃখ হচ্ছে ।'
advertisement
'মোদি-শাহের হাত থেকে দেশকে বাঁচানো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ । এটি দূর্ভাগ্যজনক আপনি উত্তরপ্রদেশ ও অন্য রাজ্যগুলিতেও মোদি বিরোধী ভোট বিতরণ করে আদতে মোদির সুবিধাই করে দিচ্ছেন', লিখেছেন কেজরিওয়াল ।
বাংলা খবর/ খবর/দেশ/
মোদি-শাহ বিরোধী জোট তরজায় রাহুল-কেজরিওয়ালের একে অপরকে দোষারোপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement