মোদি-শাহ বিরোধী জোট তরজায় রাহুল-কেজরিওয়ালের একে অপরকে দোষারোপ
Last Updated:
#নয়াদিল্লি: লোকসভা নির্বাচন শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত অনিশ্চিত কংগ্রেস-আপ জোট । একাধিকবার জল্পনা থাকলেও শেষ পর্যন্ত জোট প্রস্তাব বাস্তবায়িত হয়নি ।
আজ সন্ধ্যায় ট্যুইট করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি যার মূল বক্তব্য ছিল-'কংগ্রেস ও আপের জোট হলে তা বিজেপিকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যথেষ্ট । আম আদমি পার্টির জন্য দিল্লিতে ৪টি আসন ছাড়তেও রাজি কংগ্রেস । ...কিন্তু কেজরিওয়াল জি ইউ টার্ন নিয়ে নিয়েছেন'।
An alliance between the Congress & AAP in Delhi would mean the rout of the BJP. The Congress is willing to give up 4 Delhi seats to the AAP to ensure this. But, Mr Kejriwal has done yet another U turn! Our doors are still open, but the clock is running out. #AbAAPkiBaari
— Rahul Gandhi (@RahulGandhi) April 15, 2019
advertisement
advertisement
রাহুলের পাল্টা উত্তর দিয়েছেন কেজরিওয়ালও । তিনি ট্যুইটারে লিখেছেন-'কোন ইউ-টার্নের কথা বলছেন? এখনও পর্যন্ত কথাবার্তা চলছে । আপনার ট্যুইট থেকেই প্রমাণিত মহাজোট কেবলমাত্র আপনার ইচ্ছা নয়, এটি নিছকই লোকদেখানো ও আপনি বড় বড় কথা বলছেন দেখেও আমার দুঃখ হচ্ছে ।'
कौन सा U-टर्न?अभी तो बातचीत चल रही थी आपका ट्वीट दिखाता है कि गठबंधन आपकी इच्छा नहीं मात्र दिखावा है।मुझे दुःख है आप बयान बाज़ी कर रहे हैं आज देश को मोदी-शाह के ख़तरे से बचाना अहं है।दुर्भाग्य कि आप UP और अन्य राज्यों में भी मोदी विरोधी वोट बाँट कर मोदी जी की मदद कर रहे हैं https://t.co/9jnYXJFA0S — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 15, 2019
advertisement
'মোদি-শাহের হাত থেকে দেশকে বাঁচানো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ । এটি দূর্ভাগ্যজনক আপনি উত্তরপ্রদেশ ও অন্য রাজ্যগুলিতেও মোদি বিরোধী ভোট বিতরণ করে আদতে মোদির সুবিধাই করে দিচ্ছেন', লিখেছেন কেজরিওয়াল ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 15, 2019 7:03 PM IST