এই সুন্দরীকে বিয়ে করতে চলেছেন রাহুল গান্ধি, জল্পনা সোশ্যাল মিডিয়ায়
Last Updated:
#নয়াদিল্লি: শেষ পর্যন্ত কি সাত পাকে বাঁধা পড়ছেন রাহুল গান্ধি? স্ত্রী ভাগ্যেই কি নির্বাচনী সাফল্য ধরা দেবে ? কর্ণাটকে বিধানসভা ভোটের আগে হঠাৎ করেই শুরু হয়েছে জল্পনা । তা পাত্রীটি কে ? সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে উত্তরপ্রদেশের রায়বরেলির কংগ্রেস বিধায়ক অদিতি সিংয়ের নাম।
রায়বরেলির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেই প্রথম খবরটি ছড়ায়। তাহলে কি বিয়ের বাদ্যি বাজছে? না। সম্ভাব্য পাত্রী বলে দিয়েছেন, পুরোটাই গুজব। রাহুল গান্ধি আমার দাদা।
আসলে অদিতি সিংয়ের পরিবারের সঙ্গে গান্ধি পরিবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অদিতি নিজেই ৷ আর তারপর থেকেই শুরু হয়েছিল জল্পনা ৷ তবে পাল্টা পোস্ট করে অদিতি এই খবর ভুয়ো বলে জানিয়ে দিয়েছেন ৷
advertisement
advertisement
हमारे प्राचीन समय से ही पारिवारिक सम्बन्ध हैं। ये सारी तस्वीरें जो सोशल मीडिया पर शेयर की जा रहीं हैं, ये पारिवारिक मुलाकातों का हिस्सा मात्र हैं। pic.twitter.com/3ekCPAQj40
— Aditi Singh (@AditiSinghINC) May 6, 2018
তবে ফেসবুক, ট্যুইটার, হোয়াটসঅ্যাপে অবশ্য ঘোরাফেরা করছে রাহুল ও অদিতির ছবি। সনিয়া গান্ধির সঙ্গেও জুটির ছবি রয়েছে। তা অদিতির পরিচয় কী? প্রিয়াঙ্কা গান্ধির খুব ঘনিষ্ঠ রায়বরেলির বিধায়ক অদিতি সিং । মার্কিন যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টের ডিগ্রি লাভ করেছেন তিনি।
advertisement
Such rumours upset me. I would like to clarify that Rahul Ji is my rakhi brother and I am really saddened by such rumours on social media.https://t.co/qprVtf3GM0 — Aditi Singh (@AditiSinghINC) May 6, 2018
২৯ বছরের অদিতি সিং রায়বরেলির ৫ বারের বিধায়ক অখিলেশ সিংয়ের কন্যা। প্রথমবার ৯০,০০০ ভোটের ব্যবধানে নির্বাচন জিতেছেন অদিতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2018 8:48 PM IST