আপনার সঙ্গে সাক্ষাতের কোনও কথাই প্রকাশ করা হয়নি, পারিকরকে পাল্টা চিঠি রাহুলের
Last Updated:
#নয়াদিল্লি: মনোহর পারিকরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়ে চরম বিতর্কের মুখে কংগ্রেস প্রধান রাহুল গান্ধি । এবার সেই নিয়ে সরব হলেন রাগা । পারিকরের সঙ্গে দেখা করার কথা ট্যুইটে জানিয়ে রাহুল লিখেছিলেন এটি একটি ব্যক্তিগত সাক্ষাৎকার কিন্তু তারপরই সংবাদমাধ্যমের কাছে রাহুল জানিয়েছিলেন মোদির শাসনকালে পরিবর্তিত রাফাল চুক্তি নিয়ে কিছুই জানেন না পারিকর । বিষয়টি নিয়ে ক্ষুব্ধ পারিকর একটি চিঠিতে রাহুলের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগ জানিয়েছিলেন ।
তবে পারিকরের অভিযোগ খারিজ করে একটি চিঠি লিখেছেন রাহুলও সেখানে তিনি জানিয়েছেন পারিকরের সঙ্গে সাক্ষাতের কোনও কথাই তিনি প্রকাশ করেননি । রাহুল আরও জানিয়েছেন যে রাজনৈতিক চাপে পড়েই এই চিঠি লিখেছিলেন পারিকর ।
I totally empathise with Parrikar Ji's situation & wish him well. He's under immense pressure from the PM after our meeting in Goa and needs to demonstrate his loyalty by attacking me. Attached is the letter I've written him. pic.twitter.com/BQ6V6Zid8m
— Rahul Gandhi (@RahulGandhi) January 30, 2019
advertisement
advertisement
ওই চিঠিতে রাহুল জানিয়েছেন পারিকরের সঙ্গে সাক্ষাৎ একান্তই ব্যক্তিগত ও পারিকরের অসুস্থতার কারণে সমবেদনার বশবর্তী হয়েই তিনি দেখা করতে গিয়েছিলেন । পারিকরজীর প্রতি সম্পূর্ণ সহমর্মিতা রয়েছে ও তাঁদের সাক্ষাতের পর প্রধানমন্ত্রী অত্যন্ত চাপে রয়েছেন ও পারিকরের উপরও চাপ সৃষ্টি করেছেন । ফলত, তাঁকে আক্রমণ করেই দলের প্রতি আনুগত্য দেখাতে বাধ্য হয়েছেন পারিকর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2019 10:22 PM IST