আপের জয়ে উচ্ছ্বসিত টুইট রাহুল গান্ধীর, শুভেচ্ছা প্রণব মুখোপাধ্যায়ের
- Published by:file 18 user
- news18 bangla
Last Updated:
দশ বছরের মধ্যে ক্ষমতা থেকে একেবারে তালিকার শেষের দিকে চলে গিয়েছে কংগ্রেস৷
#নয়া দিল্লি: দশ বছরের মধ্যে ক্ষমতা থেকে একেবারে তালিকার শেষের দিকে চলে গিয়েছে কংগ্রেস৷ দিল্লির রাজনীতিতে কংগ্রেসের আর কোনও গুরুত্ব নেই৷ এবারের বিধানসভা নির্বাচনের ফলে সেটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে৷ তবু আপের জয়ে যেন কিছুটা স্বস্তিতে বিজেপি বিরোধী শিবির৷ সেই সুরেই রাহুল গান্ধী জয়ের শুভেচ্ছা জানালেন অরবিন্দ কেজরিওয়ালকে৷ টুইটারে তিনি লিখলেন, ‘কেজরিওয়াল ও আপকে দিল্লি বিধানসভায় জয়ের শুভেচ্ছা জানাই৷’ টুইটারে শুভেচ্ছা বার্তার উত্তরে রাহুল গান্ধীকে ধন্যবাদ জানালেন কেজরিওয়ালও৷
My best wishes & congratulations to Mr Kejriwal and the AAP on winning the Delhi Assembly elections.
— Rahul Gandhi (@RahulGandhi) February 11, 2020
advertisement
ভোটের ফল সামনে আসার পরেই শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ টুইটারে তিনি লিখেছেন, ‘অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়াকে দিল্লি নির্বাচনে বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই৷ আশা করি আপনারা দিল্লির মানুষের আশা পূরণ করবেন ও এই বিপুল জয়ের প্রতি সুবিচার করবেন৷ আমার শুভেচ্ছা৷
advertisement
Congratulations to Shri @ArvindKejriwal and Shri Manish Sisodia (@msisodia)for an emphatic victory in the #DelhiElections. May you uphold the faith of the people of Delhi, and do justice to the reinforced mandate. My best wishes. #CitizenMukherjee
— Pranab Mukherjee (@CitiznMukherjee) February 11, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2020 9:01 PM IST