Rahul Gandhi: দিল্লির হাড় কাঁপানো ঠান্ডায় পরনে শুধু টি- শার্ট! রাহুলের ঠান্ডা লাগে না? জবাব দিলেন কানহাইয়া

Last Updated:

হরিয়ানা হয়ে এ দিন সকালে দিল্লিতে প্রবেশ করে রাহুলের ভারত জোড়ো যাত্রা।

ভারত জোড়ো যাত্রা নিয়ে দিল্লিতে রাহুল গান্ধি। Photo-PTI
ভারত জোড়ো যাত্রা নিয়ে দিল্লিতে রাহুল গান্ধি। Photo-PTI
#কলকাতা: দিল্লির ঠান্ডা এমনিতেই কাঁপুনি ধরিয়ে দেয়। তার উপরে আবার গতকালই এই মরশুমে দিল্লির শীতলতম দিন ছিল। এ হেন পরিস্থিতিতে ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজধানীতে পা দিয়েছেন রাহল গান্ধি।
কোভিড বিধি মেনে ভারত জোড়ো যাত্রা করা নিয়ে ইতিমধ্য়েই বিজেপি এবং কংগ্রেসের মধ্য়ে চাপানউতোর শুরু হয়েছে। কিন্তু এই সমস্ত রাজনৈতিক প্রশ্নের বাইরেও আরও একটি কারণে আমজনতার নজরে পড়েছেন রাহুল গান্ধি। কারণ দিল্লির এই কনকনে ঠান্ডার মধ্য়েও গায়ে মাত্র একটি টি শার্ট পরেই ভারত জোড়ো যাত্রা দিব্য়ি হাঁটছেন কংগ্রেস সাংসদ। নেট মাধ্য়মে কংগ্রেস নেতার আজকের গান্ধির ছবি দেখে তাই অনেকেই প্রশ্ন করছেন, 'রাহুল গান্ধির ঠান্ডা লাগে না?'
advertisement
advertisement
রাহুলকে দেখে আমজনতার এই কৌতূহলী প্রশ্নের উত্তর দিয়েছেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। রাহুলের সঙ্গে তিনিও ভারত জোড়ো যাত্রায় প্রায় ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন। দিল্লির ঠান্ডায় রাহুল কীভাবে টি শার্ট পরে আছেন সেই প্রশ্নের জবাবে কানহাইয়া বলেন, 'যাঁকে এত আক্রমণ সামলাতে হচ্ছে, তাঁর শরীর সবকিছু সইতে পারে।'
advertisement
হরিয়ানা হয়ে এ দিন সকালে দিল্লিতে প্রবেশ করে রাহুলের ভারত জোড়ো যাত্রা। রাহুলকে ঘিরে কংগ্রেস কর্মী, সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। জাতীয় পতাকা, তেরঙ্গা বেলুন দিয়ে সাজানো হয়েছিল রাস্তার দু' পাশ। এ দিন দিল্লিতে রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রায় পা মেলান সনিয়া গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধিরাও।
আরও পড়ুন: এবার কোমর বেঁধে নামছে তৃণমূল, জানুয়ারিতেই ত্রিপুরা যেতে পারেন মমতা-অভিষেক
advertisement
কয়েক দিন আগেই ভারত জোড়ো যাত্রায় করোনা বিধি মেনে চলার জন্য় রাহুল গান্ধিকে চিঠি লিখেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রী মনসুখ মাণ্ডব্য়। তা না হলে পদযাত্রা বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন তিনি।
কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রীর এই চিঠির পরেও এ দিন ভারত জোড়ো যাত্রায় করোনা বিধি মানার কোনও চেষ্টা চোখে পড়েনি। রাহুল গান্ধি অথবা তাঁকে ঘিরে থাকা কারও মুখেই ছিল না মাস্ক। শারীরিক দূরত্ব মানারও কোনও উদ্য়োগ চোখে পড়েনি। কানহাইয়া কুমারের অবশ্য় অভিযোগ, ভারত জোড়ো যাত্রা দেখে ভয় পেয়েই করোনাকে ঢাল করছে বিজেপি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: দিল্লির হাড় কাঁপানো ঠান্ডায় পরনে শুধু টি- শার্ট! রাহুলের ঠান্ডা লাগে না? জবাব দিলেন কানহাইয়া
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement