হোম /খবর /দেশ /
সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে পাকিস্তান তাদের ভয় ও দুর্বলতা প্রকাশ করেছে: রাহুল গান্ধি

সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে পাকিস্তান তাদের ভয় ও দুর্বলতা প্রকাশ করেছে: রাহুল গান্ধি

photo source collected

photo source collected

পাক হামলার পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও৷

  • Last Updated :
  • Share this:

#নয়া দিল্লি: কাশ্মীরের উরিতে পাকিস্তানি সেনার হামলার প্রতিক্রিয়া জানালেন রাহুল গান্ধি। তিনি ট্যুইটারে লেখেন,' পাকিস্তান যখনই সিজফায়ার বা সংঘর্ষবিরতি চুক্তি  লঙ্ঘন করেছে, তখন তাদের ভয় আর দুর্বলতাই সামনে এসেছে। উৎসবের দিনেও নিজেদের পরিবার থেকে দূরে থাকা ভারতীয় সেনার জওয়ানরা দেশের সুরক্ষার জন্য লড়ছে। আর পাকিস্তানের নোংরা মতলবকে ধ্বংস করছে। সেনার সব জওয়ানকে আমার সেলাম।" এই পোস্ট শেয়ার করে সেনা জওয়ানদের লড়াইকে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধি।

প্রসঙ্গত, আজ কাশ্মীরের উরিতে পাকিস্তানি সেনার হামলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনার দুই জওয়ান৷ পাশাপাশি পাক হামলায় মৃত্যু হয়েছে উরির তিন নিরীহ গ্রামবাসীরও ৷ এছাড়াও বেশ কয়েক জন সাধারণ মানুষের আহত হওয়ার খবর মিলেছে৷ নিহত জওয়ানদের নাম সুবোধ ঘোষ এবং হারাধন চন্দ্র রায়৷ এছাড়াও নওগামে এক বিএসএফ সাব ইন্সপেক্টরও পাক হামলায় প্রাণ হারিয়েছেন বলে খবর৷ নিরাপত্তা বাহিনীর পাঁচ জন সহ অন্তত দশ জন আহত হয়েছেন বলে খবর৷

পাক হামলার পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও৷ সেনা সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই-এর দাবি, ভারতের জবাবি হামলায় সাত থেকে আটজন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে৷ তার মধ্যে পাকিস্তানের সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের দুই থেকে তিনজন কম্যান্ডোর মৃত্যু হয়েছে বলে খবর৷ এ দিনই কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি বর্ষণ শুরু করেছে পাকিস্তানি সেনা৷ একই সঙ্গে চলছে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও৷ কুপওয়ারার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তান৷ সেই সময় পাল্টা জবাব দেয় বিএসএফ৷ যদিও পাক হামলায় সাব ইন্সপেক্টর রাকেশ দোভালের মাথায় গুরুতর আঘাত লাগে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷

এর পাশাপাশি কেরান, তাংদার, পানজানের মতো উত্তর কাশ্মীরের বিভিন্ন জায়গা থেকেও পাক হামলার খবর এসেছে৷ কেরান সেক্টরে জঙ্গিরা অনুপ্রবেশেরও চেষ্টা করে৷ যদিও সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কেরানে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে৷

এ ছাড়াও পুঞ্চের সজিয়ানে পাক হামলায় বিএসএফ-এর দু' জন মালবাহক সহ অন্তত পাঁচ জন সাধারণ মানুষ আহত হয়েছেন বলে খবর৷ তাঁদেরকে উদ্ধার করে দ্রুত মান্ডির উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ সীমান্ত লাগোয়া বেশ কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে৷ সীমান্ত বরাবর উত্তেজনা৷

Published by:Piya Banerjee
First published:

Tags: Pakistan, Rahul Gandhi, Uri