Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেতেই চমকে দিলেন রাহুল গান্ধি, প্রথমেই বদলে গেল ট্যুইটার বায়ো!

Last Updated:

Rahul Gandhi: রাহুল গান্ধি লোকসভার সদস্যপদ পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার তাঁর ট‍্যুইটার বায়োতে ‘অযোগ্য এমপি’ থেকে 'সংসদের সদস্য' এ পরিবর্তন করেছেন।

প্রথম পদক্ষেপেই বদলে গেল ট্যুইটার বায়ো!
প্রথম পদক্ষেপেই বদলে গেল ট্যুইটার বায়ো!
দিল্লিঃ সাংসদ পদ ফিরেই পেতেই ট‍্যুইটার বায়ো বদলে দিল কংগ্রেস নেতা এবং সাংসদ রাহুল গান্ধি। তাঁর লোকসভার সদস্যপদ পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার তাঁর ট‍্যুইটার বায়োতে ‘অযোগ্য এমপি’ থেকে ‘সংসদের সদস্য’ এ পরিবর্তন করেছেন। গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল হওয়ার পর তিনি তাঁর ট‍্যুইটার বায়ো বদল করে দেন।
সোমবার, লোকসভার সচিবালয়ের থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ডের শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করার পরই তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল৷ গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷
advertisement
advertisement
রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পেতেই উৎসব শুরু হয়ে গিয়েছে দিল্লির কংগ্রেস সদর দফতরে৷ কংগ্রেসের প্রথম থেকেই দাবি ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জন্য চক্রান্ত করা হয়েছে৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে স্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতা৷
মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাতের একটি আদালত৷ যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়৷ গত শুক্রবার নিম্ন আদালতের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ তার পরেই রাহুল গান্ধির সাংসদ পদ ফেরাতে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেতেই চমকে দিলেন রাহুল গান্ধি, প্রথমেই বদলে গেল ট্যুইটার বায়ো!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement