Rahul Gandhi: সাংসদ পদ ফিরে পেতেই চমকে দিলেন রাহুল গান্ধি, প্রথমেই বদলে গেল ট্যুইটার বায়ো!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: রাহুল গান্ধি লোকসভার সদস্যপদ পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার তাঁর ট্যুইটার বায়োতে ‘অযোগ্য এমপি’ থেকে 'সংসদের সদস্য' এ পরিবর্তন করেছেন।
দিল্লিঃ সাংসদ পদ ফিরেই পেতেই ট্যুইটার বায়ো বদলে দিল কংগ্রেস নেতা এবং সাংসদ রাহুল গান্ধি। তাঁর লোকসভার সদস্যপদ পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধি সোমবার তাঁর ট্যুইটার বায়োতে ‘অযোগ্য এমপি’ থেকে ‘সংসদের সদস্য’ এ পরিবর্তন করেছেন। গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল হওয়ার পর তিনি তাঁর ট্যুইটার বায়ো বদল করে দেন।
সোমবার, লোকসভার সচিবালয়ের থেকে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ডের শাস্তির উপরে স্থগিতাদেশ জারি করার পরই তাঁর সাংসদ পদ ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছিল৷ গত মার্চ মাসে কেরলের ওয়েনাডের সাংসদ রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷
advertisement
advertisement
রাহুল গান্ধি সাংসদ পদ ফিরে পেতেই উৎসব শুরু হয়ে গিয়েছে দিল্লির কংগ্রেস সদর দফতরে৷ কংগ্রেসের প্রথম থেকেই দাবি ছিল, রাহুল গান্ধির সাংসদ পদ বাতিলের জন্য চক্রান্ত করা হয়েছে৷ শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের ফলে স্বস্তিতে কংগ্রেসের শীর্ষ নেতা৷
মোদি পদবী নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধিকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুরাতের একটি আদালত৷ যার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়৷ গত শুক্রবার নিম্ন আদালতের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট৷ তার পরেই রাহুল গান্ধির সাংসদ পদ ফেরাতে কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হয় লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 07, 2023 5:01 PM IST