Rahul Gandhi Bharat Jodo Nyay Jatra: ‘খুব ভাল সম্পর্ক, দ্রুত আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’, মমতাকে নিয়ে বললেন রাহুল

Last Updated:

Rahul Gandhi Bharat Jodo Nyay Jatra: এ দিন গুয়াহাটি সীমান্ত দিয়ে ভারত জোড়ো যাত্রা প্রবেশের সময়েই অসমের পুলিশ বাধা সৃষ্টি করে৷ সেখানে গোলমালের সৃষ্টি হয়৷

ছবি - পিটিআই
ছবি - পিটিআই
গুয়াহাটি: অসমে ভারত জোড়ো যাত্রার কর্মসূচি সেরে সাংবাদিক বৈঠক থেকে জোট নিয়ে বার্তা দিলেন রাহুল গান্ধি৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সঙ্গে জোট নিয়েও স্পষ্ট বার্তা দিলেন তিনি৷ বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ও আমার দলের খুব ভাল সম্পর্ক আছে৷ এখন আমাদের আসন বণ্টনের প্রক্রিয়া চলছে৷ খুব দ্রুত আমরা সেটা থেকে সমাধানে পৌঁছে যাব৷ এটা নিয়ে চিন্তার কিছু নেই৷ হতে পারে, কখনও আমাদের দলের কেউ কিছু একটা বলে ফেলেন, কখনও ওঁদের দলের কেউ বলে ফেলেন, এমনটা হতেই পারে৷ এ নিয়ে চিন্তার কিছু নেই৷’
এ দিন সাংবাদিক বৈঠক থেকে তিনি বললেন, ‘আপনারা দেখলেন, কী ভাবে আমাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হল৷ ওরা আমাদের কর্মসূচিতে যত বাধা সৃষ্টি করবে, ততই আমাদের লাভ৷ আমি তো চাইছি ওরা বারংবার বাধা সৃষ্টি করুক৷ দেখুন, আমাদের কলেজে পড়ুয়াদের সঙ্গে কথা বলার কথা ছিল৷ আমাদের সেই অনুষ্ঠান করতে দিল না, আমরা অনুষ্ঠান বাইরে করলাম৷ সেখানে সব পড়ুয়ারা বার হলেন, এতে তো ভাল হল৷’
advertisement
advertisement
এ দিন গুয়াহাটি সীমান্ত দিয়ে ভারত জোড়ো যাত্রা প্রবেশের সময়েই অসমের পুলিশ বাধা সৃষ্টি করে৷ সেখানে গোলমালের সৃষ্টি হয়৷ আর তাতেই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বাঁধে কংগ্রেসের৷ সেখানে, ব্যারিকেড ভেঙে ফেলা হয়৷ হাজার পাঁচেক কংগ্রেস সমর্থকদের সঙ্গে এই গোলমালে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷
এই কর্মসূচির পরের সাংবাদিক বৈঠক থেকে রাহুল গান্ধি বলেন, ‘আমরা আগের ভারত জোড়ো যাত্রা যখন শুরু করেছিলাম, তখন ওঁরা ভেবেছিলেন, এর কোনও প্রভাবই পড়বে না৷ দক্ষিণ ভারত থেকে যখন ধীরে ধীরে যাত্রা উত্তর ভারত হয়ে কাশ্মীরে পৌঁছল, তখন ওরা বুঝতে পেরেছিল, এর কতটা প্রভাব পড়েছে৷ তাই এ বার শুরু থেকেই এটিতে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Bharat Jodo Nyay Jatra: ‘খুব ভাল সম্পর্ক, দ্রুত আসন বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে’, মমতাকে নিয়ে বললেন রাহুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement