পুলওয়ামাকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান কে? ট্যুইটারে বিজেপিকে নিশানা রাহুলের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
পুলওয়ামাকাণ্ডের এক বছর। মোদি সরকারকে বিঁধতে এই দিনটিই বেছে নিলেন রাহুল গান্ধি।
#নয়াদিল্লি: পুলওয়ামাকাণ্ডের এক বছর। শহিদ স্মরণের দিনেও অবশ্য রাজনৈতিক তরজা তুঙ্গে। মোদি সরকারকে নিশানা করে ট্যুইটারে রাহুলের প্রশ্নবাণ। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও।
পুলওয়ামাকাণ্ডের এক বছর। মোদি সরকারকে বিঁধতে এই দিনটিই বেছে নিলেন রাহুল গান্ধি। ট্যুইটারে তাঁর তিন প্রশ্নের বাণ।
পুলওয়ামায় হামলার ঘটনায় সবচেয়ে বেশি লাভবান কে?
advertisement
তদন্তে কী বেরিয়ে এল?
নিরাপত্তার গাফিলতিতে যে হামলা তার জন্য বিজেপি সরকারের কারা কারা দায়ী?
রাহুলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তাদের অস্ত্র - পাকিস্তান।শাহনওয়াজ হোসেন, বিজেপি মুখপাত্রের পাল্টা জবাব, শহিদদের মৃত্যু নিয়ে সন্দেহ করছেন। পাকিস্তান প্রমাণ চায়। কংগ্রেসও প্রমাণ চায়। রাহুল গান্ধির বয়া শহিদদের অপমান ৷
advertisement
পুলওয়ামা হামলার পরেই পাল্টা বালাকোটে ভারতের প্রত্যাঘাত। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি খতম অভিযান। বিরোধীরা অবশ্য বালাকোট অভিযান নিয়ে প্রশ্ন তোলে। সরকারের কাছে প্রমাণ চায়। ঘুরিয়ে কার্যত এমন প্রশ্ন তোলে, যে পুরোটাই সাজানো নয় তো? জাতীয়তাবাদের জিগির তুলে ভোট বৈতরণী পার করার কৌশল নয় তো?এ দিনও সেই সুরেই রাহুলের প্রশ্ন, পুলওয়ামাকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান কে?
advertisement
Today as we remember our 40 CRPF martyrs in the #PulwamaAttack , let us ask: 1. Who benefitted the most from the attack? 2. What is the outcome of the inquiry into the attack? 3. Who in the BJP Govt has yet been held accountable for the security lapses that allowed the attack? pic.twitter.com/KZLbdOkLK5
— Rahul Gandhi (@RahulGandhi) February 14, 2020
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2020 3:55 PM IST