‘ভারতীয়দের নিজেদের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস ও প্রেম বজায় রাখার এটাই সময়’, অযোধ্যা রায়কে স্বাগত রাহুলের

Last Updated:

অযোধ্যার বিতর্কিত জমি রামলালার দাবিতে আইনি সিলমোহর সুপ্রিম কোর্টের ৷

#নয়াদিল্লি: অযোধ্যার বিতর্কিক জমি মামলায় সু্পরিম কোর্টের চুড়ান্ত রায়কে স্বাগত জানিয়েছে কংগ্রেস ৷ ট্যুইট করে রাহুল গান্ধি বলেন, এটাই দেশবাসীর নিজেদের মধ্যে সদ্ভাব, বন্ধুত্ব ও প্রেম বজায় রাখার আসল সময় ৷
৭০ বছরের টানাপোড়েন ও ২৬ বছরের আইনি যুদ্ধ শেষে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ৷ অযোধ্যার বিতর্কিত জমি রামলালার দাবিতে আইনি সিলমোহর সুপ্রিম কোর্টের ৷ অযোধ্যার ২.৭৭ বিতর্কিত জমিতে তৈরি হবে রামমন্দির, ঐতিহাসিক রায়ে নির্দেশ সুপ্রিম কোর্টের।  বিতর্কিত জায়গার বাইরে মসজিদ তৈরির জন্য ৫ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড। রায় কার্যকরের জন্য কেন্দ্রকে তিন মাসের মধ্যে ট্রাস্ট গঠনের নির্দেশ শীর্ষ আদালতের।
advertisement
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর কংগ্রেসের তরফ থেকে একে স্বাগত জানিয়ে বিবৃতি দেন রণদীপ সুরজেওয়ালা ৷ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানানো হচ্ছে৷ রাম মন্দিরের পক্ষে রায় হয়েছে৷ অযোধ্যা মামলার রায়ের পর কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির রেজলিউশন পাস হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে ৷ এরপরই দলের প্রাক্তন অধ্যক্ষ ও কংগ্রেস নেতা রাহুল গান্ধি ট্যুইটে বলেন, ‘সুপ্রিম কোর্ট অযোধ্যা ইস্যুতে নিজের রায় দিয়েছে ৷ আদালতের এই রায়কে সম্মান জানিয়ে আমাদের সকলের নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রাখা উচিত ৷ প্রত্যেক ভারতীয়র নিজেদের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস ও প্রেম বজায় রাখার এটাই আসল সময় ৷’
advertisement
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ভারতীয়দের নিজেদের মধ্যে বন্ধুত্ব, বিশ্বাস ও প্রেম বজায় রাখার এটাই সময়’, অযোধ্যা রায়কে স্বাগত রাহুলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement