Rahul Gandhi New Look: ভারত জোড়ো যাত্রা শেষে এ কী হাল রাহুল গান্ধির! হলফ করে বলা যায় চিনতে পারবেন না, দেখুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
Rahul Gandhi New Look: বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে রাহুল গান্ধিকে আমন্ত্রণ জানানো হয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেসে।
নয়াদিল্লি: নতুন নতুন রূপে ধরা দিচ্ছেন রাহুল গান্ধি। মাথা ভর্তি চুল, এক গাল ভর্তি দাড়ি কেটে রাহুল গান্ধিকে যেন এখন চেনাই দায়। ইংল্যান্ডের নামী বিশ্ববিদ্যালয়ের আলোচনাচক্রে যোগ দিলেন রাহুল, একেবারেই নয়া অবতারে। ছোট করে ছাঁটা চুল, দাড়ি আর গোফ। পরনে স্যুট, টাই। সেখানকার নতুন রাহুল গান্ধির ছবি আপাতত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'র বিশেষ লুক বদলে ফেলে একেবারে স্যুটেড-বুটেড লুকে ধরা দিয়েছেন রাহুল গান্ধি। কেমব্রিজ বিজনেস স্কুল, আন্তর্জাতিক সম্পর্ক এবং গণতন্ত্র বিষয়ক একটি আলোচনাসভার আয়োজন করেছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসাবে রাহুল গান্ধিকে আমন্ত্রণ জানানো হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেসের পড়ুয়াদের সামনে ভাষণ দেওয়ার আমন্ত্রণে সাড়া দিয়েই বুধবার ব্রিটেনে পৌঁছে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
advertisement
Rahul Gandhi ji trims off his beard, finally. @RahulGandhi #RahulGandhi pic.twitter.com/YsHkjoeGiN
— Sundar IYC (@sundar_iyc) March 1, 2023
advertisement
राहुल गांधी कैंब्रिज यूनिवर्सिटी में - #NewLook pic.twitter.com/Hu7jLdRmDK
— Sandeep Singh (@ActivistSandeep) March 1, 2023
advertisement
আরও পড়ুন: সরকারি চাকরির মহাসুযোগ, WBCS ২০২৩-এর বিজ্ঞপ্তি প্রকাশ! জানুন বিস্তারিত
আন্তর্জাতিক সম্পর্ক, গণতন্ত্র-সহ একাধিক বিষয়ে পড়ুয়াদের সামনে ভাষণ দেওয়ার কথা তাঁর। পাশাপাশি ৫ মার্চ পশ্চিম লন্ডনের ভারতীয় বাসিন্দাদের উদ্দেশেও ভাষণ দেবেন তিনি। আর সেই সফরের জন্য পালটে ফেললেন নিজের চেহারা। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা'-য় রাহুল গান্ধির সেই লম্বা চুল ও দাড়ি এখন অতীত। চুল দাড়ি ছেঁটে তিনি এখন প্রায় সেই পুরনো লুকে।
advertisement
আরও পড়ুন: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ
কংগ্রেস নেতা পবন খেরা এ নিয়ে বলেন তাঁকে রাহুলের দাড়ি নিয়ে বহু বার প্রশ্ন করা হয়েছিল। খোদ রাহুল গান্ধিও একই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বারবার। তাই রাহুল গান্ধি নিজেই জানিয়েছিলেন ভারত জোড়ো যাত্রার জন্যই তাঁর দাড়ি রাখা। যাত্রা শেষ হলেই তিনি দাড়ি কেটে ফেলবেন। সেটাই করেছেন তিনি শেষ পর্যন্ত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2023 2:10 PM IST