Rahul Gandhi: ওয়ানাডে আর নয়, এবার এই দুই রাজ্য থেকে প্রার্থী হতে পারেন রাহুল গান্ধি! কেন?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কংগ্রেস সূত্রে খবর, গত লোকসভা নির্বাচনের মতো এবারেও দুটি আসন থেকেই লড়বেন রাহুল গান্ধি৷
নয়াদিল্লি: অমেঠীতে পরাজিত হলেও গত লোকসভা নির্বাচনে তাঁকে সংসদে যাওয়ার টিকিট দিয়েছিল কেরলের ওয়ানাড৷ তবে এবার আর ওয়ানাড থেকে সম্ভবত প্রার্থী হচ্ছেন না্ রাহুল গান্ধি৷
কংগ্রেস সূত্রে খবর, গত লোকসভা নির্বাচনের মতো এবারেও দুটি আসন থেকেই লড়বেন রাহুল গান্ধি৷ আগামী লোকসভা নির্বাচনে সম্ভবত কর্ণাটক অথবা তেলঙ্গানা থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন রাহুল গান্ধি৷ এ ছাড়াও উত্তর প্রদেশের একটি আসন থেকে লড়তে পারেন তিনি৷
advertisement
advertisement
কেরলে নতুন করে আসন বণ্টন নিয়ে জট তৈরি হওয়ার কারণেই সম্ভবত ওয়ানাড আসনটি ছাড়তে হচ্ছে রাহুলকে৷ কারণ কেরলে কংগ্রেসের শরিক দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ অথবা আইইউএমএল দুটির বদলে কংগ্রেসের কাছে তিনটি আসন দাবি করেছে৷ এই তিনটি আসনের মধ্যে ওয়ানা়ড আসনটিও চেয়েছে আইইউএমএল৷ তার অন্যতম প্রধান কারণ, ওয়ানাডের ভোটারদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই মুসলিম৷
advertisement
আবার সিপিআই ওয়ানাড কেন্দ্র থেকে ইতিমধ্যেই দলের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজাকে ওয়ানাড কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে৷ ফলে রাহুল গান্ধি আবার ওই আসন থেকে প্রার্থী হলে ইন্ডিয়া জোটের পক্ষেও তা ভাল বিজ্ঞাপন হত না৷ ডি রাজা দাবি আগেই দাবি করেছেন, কেরলের বাম গণতান্ত্রিক জোটের মধ্যে আলোচনার পর যে চারটি আসন সিপিআই পেয়েছে, তার মধ্যে ছিল ওয়ানাডও৷ কংগ্রেসকে ওয়ানাড ছাড়তে হবে, এমন কোনও আলোচনাও দলের মধ্যে হয়নি বলে দাবি করেছিলেন রাজা৷
advertisement
২০১৯ সালের লোকসভা নির্বাচনে ওয়ানাড কেন্দ্র থেকে সিপিআই প্রার্থী পি পি সুন্নিরকে চার লক্ষেরও বেশি ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 26, 2024 8:48 PM IST