‘সিপিএমের বিরুদ্ধে কোনও কথা নয়’, ওয়ানাডে মনোনয়ন জমা দিয়ে মন্তব্য রাহুলের
Last Updated:
কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে ভোটে লড়ার মনোনয়ন জমা দিতে এসে রাহুলের মন্তব্যে নয়া রঙ লাগল রাজনৈতিক সমীকরণে ৷
#নয়াদিল্লি: ভোটের আকাশে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ ৷ প্রতিদিনই বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ ৷ বৃহস্পতিবার বাম-কংগ্রেসের রাজনৈতিক সম্পর্ক পেল নতুন দিশা ৷ কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে ভোটে লড়ার মনোনয়ন জমা দিতে এসে রাহুলের মন্তব্যে নয়া রঙ লাগল রাজনৈতিক সমীকরণে ৷
এদিন মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি বলেন, ‘সিপিএম আমাকে আক্রমণ করতেই পারে ৷ আমার বিরুদ্ধে কথা বলতে পারে ৷ আমি সিপিএমের বিরুদ্ধে কথা বলব না ৷’ রাহুলের এই মন্তব্যের পর বাম শিবির থেকে এখনও কোনও প্রতিক্রিয়া না মেলেনি ৷
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নাগাদ বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রোড শো করে মনোনয়ন জমা দেন রাহুল৷ সকালেই হেলিকপ্টারে ওয়াইনাড পৌঁছন রাহুল। সঙ্গে ছিলেন প্রিয়ঙ্কা গান্ধি, কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিকও। সেখান থেকে কালপেটা পর্যন্ত রোড শো করেছেন রাহুল। রোড শো ঘিরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো ৷ ২০০৯ সাল থেকে এই আসনে শুরু হয় ভোটের লড়াই৷ কংগ্রেসের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবেই পরিচিত ওয়ানাড৷ রাহুলের বিরুদ্ধে ওয়ানাডে প্রার্থী দেয়নি বিজেপি ৷ ওই কেন্দ্রে এনডিএ শরিক নেতা তুষার ভেল্লাপল্লি৷
advertisement
advertisement
২০০৯ এবং ২০১৪ সালে কংগ্রেস নেতা এমআই শানাওয়াজ এই আসন থেকে জিতেছিলেন ৷ কিন্তু ২০১৮ সালে শানাওয়াজের মৃত্যুর পর থেকে কোনও কংগ্রেস নেতাই আসনটির হাল ধরেননি ৷ কে হবে এই কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ৷ সেই নিয়ে জল্পনা ছিল বহুদিন ৷ অবশেষে, মেলে উত্তর ৷ এই আসনটি থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষিত হয় খোদ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির নাম ৷ ২০১৯ লোকসভা নির্বাচনে ওয়ানাডের সঙ্গে সঙ্গে অমেঠি আসন থেকেও লড়ছেন রাহুল ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2019 2:19 PM IST