Rahul Gandhi Meets Narendra Modi Amit Shah: মোদি-শাহের সঙ্গে বৈঠকে রাহুল, সিআইসি পদে কেন্দ্রের ঠিক করা তিন নামেই আপত্তি বিরোধী দলনেতার!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তথ্যের অধিকার আইনের ১২ (৩) অনুচ্ছেদ অনুযায়ী মুখ্য তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের বেছে নেয় যে কমিটি, তার শীর্ষে থাকেন প্রধানমন্ত্রী৷
গতকালই লোকসভায় নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধি৷ বুধবার অবশ্য মুখ্য তথ্য কমিশনার (চিফ ইনফরমেশন কমিশনার)-কে নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা৷
বেলা একটা নাগাদ এই বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছন অমিত শাহ৷ বেলা আড়াইটে নাগাদ অমিত শাহ এবং রাহুল গান্ধিকে পিএমও থেকে বেরিয়ে যেতে দেখা যায়৷
সূত্রের খবর, বৈঠকে মুখ্য তথ্য কমিশনার পদে তিন জনের নাম বৈঠকে প্রস্তাব করেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ৷ যদিও কেন্দ্রের ঠিক করা এই তিন জনের একজনকেও মুখ্য তথ্য কমিশনার পদে মেনে নিতে রাজি হননি রাহুল গান্ধি৷ প্রত্যেকটি নামেই আপত্তি জানান তিনি৷ সূত্রের খবর আপত্তি জানানোর জন্য আগে থেকেই নোট তৈরি করে এনেছিলেন রাহুল গান্ধি৷
advertisement
advertisement
তথ্যের অধিকার আইনের ১২ (৩) অনুচ্ছেদ অনুযায়ী মুখ্য তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের বেছে নেয় যে কমিটি, তার শীর্ষে থাকেন প্রধানমন্ত্রী৷ এ ছাড়াও কেন্দ্রের একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা এই কমিটিতে থাকেন৷
মঙ্গলবারই লোকসভায় মুখ্য নির্বাচন কমিশনারকে বেছে নেওয়ার বৈঠকের উদাহরণ দিয়ে রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন, এই ধরনের বৈঠকে তিনি কোনও নামে আপত্তি জানালেও তার ধোপে টেকে না৷ কারণ সংখ্যার নিরিখে সবসময়ই তাঁর উল্টোদিকে সরকার পক্ষের দু জন থাকেন৷
advertisement
গত ১ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, ১০ ডিসেম্বর বৈঠক করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি কেন্দ্রীয় তথ্য কমিশনের জন্য মুখ্য তথ্য কমিশনার এবং অন্যান্য তথ্য কমিশনারদের নাম সুপারিশ করবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2025 4:09 PM IST








