Rahul Gandhi Meets Narendra Modi Amit Shah: মোদি-শাহের সঙ্গে বৈঠকে রাহুল, সিআইসি পদে কেন্দ্রের ঠিক করা তিন নামেই আপত্তি বিরোধী দলনেতার!

Last Updated:

তথ্যের অধিকার আইনের ১২ (৩) অনুচ্ছেদ অনুযায়ী মুখ্য তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের বেছে নেয় যে কমিটি, তার শীর্ষে থাকেন প্রধানমন্ত্রী৷

নরেন্দ্র মোদি, অমিত শাহের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধি৷ ছবি- পিটিআই
নরেন্দ্র মোদি, অমিত শাহের সঙ্গে বৈঠকে রাহুল গান্ধি৷ ছবি- পিটিআই
গতকালই লোকসভায় নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধি৷ বুধবার অবশ্য মুখ্য তথ্য কমিশনার (চিফ ইনফরমেশন কমিশনার)-কে নিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন লোকসভার বিরোধী দলনেতা৷
বেলা একটা নাগাদ এই বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছন অমিত শাহ৷ বেলা আড়াইটে নাগাদ অমিত শাহ এবং রাহুল গান্ধিকে পিএমও থেকে বেরিয়ে যেতে দেখা যায়৷
সূত্রের খবর, বৈঠকে মুখ্য তথ্য কমিশনার পদে তিন জনের নাম বৈঠকে প্রস্তাব করেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ৷ যদিও কেন্দ্রের ঠিক করা এই তিন জনের একজনকেও মুখ্য তথ্য কমিশনার পদে মেনে নিতে রাজি হননি রাহুল গান্ধি৷ প্রত্যেকটি নামেই আপত্তি জানান তিনি৷ সূত্রের খবর আপত্তি জানানোর জন্য আগে থেকেই নোট তৈরি করে এনেছিলেন রাহুল গান্ধি৷
advertisement
advertisement
তথ্যের অধিকার আইনের ১২ (৩) অনুচ্ছেদ অনুযায়ী মুখ্য তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের বেছে নেয় যে কমিটি, তার শীর্ষে থাকেন প্রধানমন্ত্রী৷ এ ছাড়াও কেন্দ্রের একজন মন্ত্রী এবং বিরোধী দলনেতা এই কমিটিতে থাকেন৷
মঙ্গলবারই লোকসভায় মুখ্য নির্বাচন কমিশনারকে বেছে নেওয়ার বৈঠকের উদাহরণ দিয়ে রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন, এই ধরনের বৈঠকে তিনি কোনও নামে আপত্তি জানালেও তার ধোপে টেকে না৷ কারণ সংখ্যার নিরিখে সবসময়ই তাঁর উল্টোদিকে সরকার পক্ষের দু জন থাকেন৷
advertisement
গত ১ ডিসেম্বর কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, ১০ ডিসেম্বর বৈঠক করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি কেন্দ্রীয় তথ্য কমিশনের জন্য মুখ্য তথ্য কমিশনার এবং অন্যান্য তথ্য কমিশনারদের নাম সুপারিশ করবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Meets Narendra Modi Amit Shah: মোদি-শাহের সঙ্গে বৈঠকে রাহুল, সিআইসি পদে কেন্দ্রের ঠিক করা তিন নামেই আপত্তি বিরোধী দলনেতার!
Next Article
advertisement
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার, কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার
  • ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত?

  • মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার

  • কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !

VIEW MORE
advertisement
advertisement