‘আপনি কি অপরাধবোধে ভুগছেন?’, #MainBhiChowkidar প্রচারের কটাক্ষ করলেন রাহুল

Last Updated:

আজই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ৷ ট্যুইটের সঙ্গে প্রধানমন্ত্রী একটি লম্বা ভিডিও পোস্ট করেছেন ৷

#নয়াদিল্লি: ‘চৌকিদার’ নিয়ে সরগরম ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপট ৷ একদিকে বিজেপি সুপ্রিমো অন্যদিকে কংগ্রেস সুপ্রিমো ৷ কেউ কম যান না কারও থেকে ৷ আজ ফের প্রধানমন্ত্রীর প্রচার ট্যুইট ঘিরে উস্কে উঠল চৌকিদার বিতর্ক ৷
আজই ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি ৷ ট্যুইটের সঙ্গে প্রধানমন্ত্রী একটি লম্বা ভিডিও পোস্ট করেছেন ৷ সঙ্গে লিখেছেন, ‘‘আপনাদের চৌকিদার দৃঢ় পায়ে দাঁড়িয়ে আছে এবং দেশের সেবা করছে ৷ কিন্তু আমি একা নই ৷ যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন, নোংরার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে লড়ছেন, তাঁরা প্রত্যেকেই চৌকিদার ৷ তাঁরা সকলেই চৌকিদার, যাঁরা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন ৷ আজ প্রত্যেক ভারতবাসী বলছেন, #MainBhiChowkidar ৷’’
advertisement
এখন ট্যুইটারে সারা বিশ্বের ট্রেন্ডিং লিস্টের মধ্যে এক নম্বরে ট্রেন্ড করছে এই #MainBhiChowkidar ৷ যে কোনও সাধারণ মানুষও এই প্রচারের সঙ্গে যুক্ত হতে পারবেন ৷ #MainBhiChowkidar ট্যুইট করলে আপনার কাছে প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি কনভার্শেসন কার্ড আসবে ৷
advertisement
advertisement
২০১৪ সালের নির্বাচনের আগে মণিশঙ্কর আইয়ারের ‘চায়েওয়ালা’ মন্তব্যকেই হাতিয়ার করেছিল বিজেপি ৷ এবার রাহুল গান্ধির ‘চৌকিদার চোর হ্যায়’ তুলে নিলেন তিনি ৷ প্রধানমন্ত্রী ভিডিওটি পোস্ট করার মাত্র ২ ঘন্টার মধ্যে ৩৩ হাজার লাইকস ও ১১ হাজার রিট্যুইট হয় ৷ এরপরেই আসরে নামেন খোদ কংগ্রেস সভাপতি ৷ নিজেকে দেশের চৌকিদার বলে এর আগেও বহুবার গলা চড়িয়েছেন মোদি ৷ এবারের নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর সেই ‘দাবি’ নিয়ে খোঁচা দিয়েছে বিরোধী দল ৷ রাহুল গান্ধিও একাধিকবার নরেন্দ্র মোদিকে ‘চোকিদার চোর হ্যায়’ বলে কটাক্ষ করেছেন ৷ শুধু তাই নয়, বারবার রাহুল বলেছেন প্রধানমন্ত্রী গবীরদের চৌকিদার নন, তিনি নীরব মোদি-বিজয় মালিয়াদের মতো বিত্তবান মানুষদের চৌকিদার ৷ রাফাল নথি নিয়েও সুর চড়িয়েছেন রাহুল ৷ দিন কয়েক আগেই বিরোধী নেতা মন্তব্য করেছিলেন, ‘‘ রাফালের তথ্য গায়েব হয়ে গেল ! তাহলে সত্যি নথি ছিল ? রাফাল ফাইলে প্রধানমন্ত্রীর নাম রয়েছে ৷ সব তথ্য সুরক্ষিত রাখা সরকারের কাজ ৷ রাফালের দাম বেশির কথা উল্লেখ ছিল ফাইলে ৷’’
advertisement
আজও মোদিকে একহাত নিয়ে ট্যুইট করলেন রাহুল ৷ ট্যুইটের সঙ্গে পোস্ট করেছেন একটি গ্রাফিক্স কার্ডও ৷ সেখানে বিজয় মালিয়া, নীরব মোদির মতো মোস্ট ওয়ান্টেডদের ছবি রয়েছে ৷ সঙ্গে রাহুল লেখেন, ‘‘এটা মিস্টার মোদির রক্ষণাত্বক ট্যুইট ৷ আপনি কি আপরাধবোধে ভুগছেন?’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আপনি কি অপরাধবোধে ভুগছেন?’, #MainBhiChowkidar প্রচারের কটাক্ষ করলেন রাহুল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement