Rahul Gandhi Helps Mahua Moitra: অসুস্থ মহুয়া মৈত্র, ঘাড়ে মাথায় জল দিলেন রাহুল গান্ধি! দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
বিহার এবং অন্যান্য রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর-এর প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিরোধী দলগুলি৷
একা মিতালি বাগ নয়৷ দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও৷ অসুস্থ মহুয়ার মাথায় জল দিতে দেখা যায় বিরোধী দলনেতা রাহুল গান্ধিকেও৷
বিহার এবং অন্যান্য রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর-এর প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিরোধী দলগুলি৷ সেই মতো এ দিন সকালে নির্বাচন কমিশনের দিকে এগোতে থাকেন বিরোধী দলের সাংসদরা৷ তখনই তাঁদের বাধা দেয় পুলিশ৷
পুলিশ-বিরোধী দলের সাংসদদের ধস্তাধস্তিতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ৷ সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যান আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ৷ তাঁকে উদ্ধার করতে ছুটে যান বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ আরামবাগের সাংসদকে উদ্ধার করে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন রাহুল সহ অন্যান্য সাংসদরা৷
advertisement
advertisement
এর পরই আটক করে বাসে তোলা হয় রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ বিরোধী শিবিরের সাংসদদের৷ বাসের মধ্যেই অসুস্থ বোধ করত থাকেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তাঁর শুশ্রূষা শুরু করেন অন্যান্য সাংসদরা৷ মহুয়াকে জল খাইয়ে দেওয়ার পাশাপাশি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের মাথায়, ঘাড়ে জল দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে৷ অন্যান্য সাংসদরাও কাগজ দিয়ে হাওয়া করে মহুয়াকে সুস্থ করে তোলার চেষ্টা করেন৷ পরে দেখা যায়, বাসে মহুয়ার পাশেই বসে রয়েছেন রাহুল৷
advertisement
বিরোধী দলের সাংসদদের আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ৷ পরে তাঁদের সেখান থেকে ছেড়ে দেওয়া হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 2:48 PM IST