Rahul Gandhi Helps Mahua Moitra: অসুস্থ মহুয়া মৈত্র, ঘাড়ে মাথায় জল দিলেন রাহুল গান্ধি! দেখুন ভিডিও

Last Updated:

বিহার এবং অন্যান্য রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর-এর প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিরোধী দলগুলি৷

মহুুয়া মৈত্রের শুশ্রূষায় রাহুল গান্ধি৷
মহুুয়া মৈত্রের শুশ্রূষায় রাহুল গান্ধি৷
একা মিতালি বাগ নয়৷ দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও৷ অসুস্থ মহুয়ার মাথায় জল দিতে দেখা যায় বিরোধী দলনেতা রাহুল গান্ধিকেও৷
বিহার এবং অন্যান্য রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর-এর প্রতিবাদে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিরোধী দলগুলি৷ সেই মতো এ দিন সকালে নির্বাচন কমিশনের দিকে এগোতে থাকেন বিরোধী দলের সাংসদরা৷ তখনই তাঁদের বাধা দেয় পুলিশ৷
পুলিশ-বিরোধী দলের সাংসদদের ধস্তাধস্তিতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ অসুস্থ হয়ে পড়েন বিরোধী শিবিরের বেশ কয়েকজন সাংসদ৷ সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যান আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ৷ তাঁকে উদ্ধার করতে ছুটে যান বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ আরামবাগের সাংসদকে উদ্ধার করে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন রাহুল সহ অন্যান্য সাংসদরা৷
advertisement
advertisement
এর পরই আটক করে বাসে তোলা হয় রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি সহ বিরোধী শিবিরের সাংসদদের৷ বাসের মধ্যেই অসুস্থ বোধ করত থাকেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ তাঁর শুশ্রূষা শুরু করেন অন্যান্য সাংসদরা৷ মহুয়াকে জল খাইয়ে দেওয়ার পাশাপাশি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের মাথায়, ঘাড়ে জল দিতে দেখা যায় বিরোধী দলনেতাকে৷ অন্যান্য সাংসদরাও কাগজ দিয়ে হাওয়া করে মহুয়াকে সুস্থ করে তোলার চেষ্টা করেন৷ পরে দেখা যায়, বাসে মহুয়ার পাশেই বসে রয়েছেন রাহুল৷
advertisement
বিরোধী দলের সাংসদদের আটক করে পার্লামেন্ট স্ট্রিট থানায় নিয়ে যায় পুলিশ৷ পরে তাঁদের সেখান থেকে ছেড়ে দেওয়া হয়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi Helps Mahua Moitra: অসুস্থ মহুয়া মৈত্র, ঘাড়ে মাথায় জল দিলেন রাহুল গান্ধি! দেখুন ভিডিও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement