প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় প্রথম নয়, চতুর্থ সারিতে জায়গা পেলেন রাহুল গান্ধি
Last Updated:
প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় প্রথম নয়, চতুর্থ সারিতে জায়গা পেলেন রাহুল গান্ধি
#নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের প্যারেড ঘিরেও নোংরা রাজনীতির অভিযোগে উত্তাল জাতীয় রাজনীতি ৷ ফের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে অসম্মান করার অভিযোগ উঠল মোদি সরকারের বিরুদ্ধে ৷ প্রজাতন্ত্র দিবসের শোভাযাত্রায় প্রথম সারির বদলে বর্তমান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির জন্য নির্দিষ্ট হয়েছে চতুর্থ সারির একটি আসন ৷ এতেই ক্ষুব্ধ কংগ্রেস দল ৷
বিজেপি সভাপতি অমিত শাহ পেলেও প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অতিথি হিসেবে প্রথম সারিতে জায়গা হল না কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির। তাঁর জন্য চতুর্থ সারিতে বসার আসন বরাদ্দ করল সরকার। স্বাভাবিকভাবেই প্রতিবাদে সোচ্চার হয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, পরিকল্পনা করে রাহুল গান্ধিকে অপমান করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছে বিজেপি ৷সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে বরাবরই কংগ্রেস সভাপতির জন্য সামনের সারিতেই আসন বরাদ্দ করা হয়। সোনিয়া গান্ধিও সামনের সারিতেই বসতেন। কিন্তু এবারই তার অন্যথা হল।
advertisement
কংগ্রেসের দাবি, ইউপিএ জমানাতেও গণতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠানে লালকৃষ্ণ আডবাণীর মতো নেতাদের জন্য সামনের সারিতেই আসন রাখা হত। এই প্রথমবার কংগ্রেস সভাপতি হিসেবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাহুল গান্ধির ৷ আসন বিতর্কের জেরে রাহুলের উপস্থিত থাকা নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ প্রতিবাদে সোচ্চার হলেও কংগ্রেসের তরফে জানানো হয়েছে, সরকারের এমন অনুচিত ব্যবহারের পরও গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন সোনিয়া পুত্র ৷
advertisement
advertisement
শুক্রবার ২৬ জানুয়ারি, প্রতিবারের মতো এবারও ইন্ডিয়া গেটে অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান ৷ ৬৯তম প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানে প্রথমবার হাজির থাকবেন একসঙ্গে ১০টি দেশের প্রতিনিধি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2018 6:55 PM IST