দেশকে অসম্মান করতেই অপপ্রচার চালিয়েছেন রাহুল, রাফাল রায়ের পর এবার সরব বিপ্লব দেব

Last Updated:
#আগরতলা: সুপ্রিম কোর্টে রাফাল রায়ে স্বস্তিতে বিজেপি সরকার । কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির একাধিক নেতা। এবার কংগ্রেসকে আক্রমণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ।
আন্তর্জাতিক স্তরে ভারতকে ছোটো করার জন্য রাফালবিরোধী প্রচার করেছেন রাহুল । সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি সরকারের উপর মানুষ ভরসা করতে পারেন আর এটাও পরিষ্কার যে ভারতের সম্মানের পরোয়া না করেই রাফাল নিয়ে ষড়যন্ত্র করেছিলেন রাহুল গান্ধি। বিশ্বের দরবারে ভারতকে অসম্মান করতেই বারবার রাফাল নিয়ে অপপ্রচার চালিয়ে গিয়েছেন রাহুল, মন্তব্য বিপ্লব দেবের । অমিত শাহের মর্মেই তিনি জানিয়েছেন ভ্রান্ত তথ্য ছড়ানোর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিৎ রাহুলের। এর পাশাপাশি তিনি যোগ করেন রাহুলের এই অপপ্রচারের পিছনে বিদেশী যোগসাজশও থাকার সম্ভাবনা রয়েছে ।
advertisement
এছাড়া রাফাল নিয়ে সরব হয়েছেন ত্রিপুরার আইন মন্ত্রী রতন লাল নাথ । তাঁর দাবি, রাফালে যুদ্ধবিমান কেনার প্রক্রিয়াকে ইচ্ছাকৃতভাবে দেরি করানোর জন্যই এই ধরনের প্রচার চালানো হয়েছে । রাহুল গান্ধির সঙ্গে এই ষড়যন্ত্রে বিদেশী যোগের সম্ভাবনার কথাও বলেছেন তিনি।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
দেশকে অসম্মান করতেই অপপ্রচার চালিয়েছেন রাহুল, রাফাল রায়ের পর এবার সরব বিপ্লব দেব
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement