ছোট্ট সাসমিতার মৃত্যুতে শোকাহত রাহুল

Last Updated:

অ্যাপ্লেস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত শিশুটির বাঁচার আশা একেবারেই ছিল না৷ সে বাঁচেওনি৷ কিন্তু হাসপাতালের বিছানায় শুয়েই ছোট্ট মেয়েটি বলেছিল, ‘ আমাকে না, মা-কে সান্ত্বনা দাও৷’ সাত বছরের সাসমিতা রানার মৃত্যুতে এখন গভীরভাবে শোকাহত রাহুল গান্ধী ৷

#ভুবনেশ্বর: অ্যাপ্লেস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত শিশুটির বাঁচার আশা একেবারেই ছিল না৷ সে বাঁচেওনি৷ কিন্তু হাসপাতালের বিছানায় শুয়েই ছোট্ট মেয়েটি বলেছিল, ‘ আমাকে না, মা-কে সান্ত্বনা দাও৷’ সাত বছরের সাসমিতা রানার মৃত্যুতে এখন গভীরভাবে শোকাহত রাহুল গান্ধী ৷ ওড়িশার কটকে ৬০ জনেরও বেশি শিশু মৃত্যুর খবর পেয়ে শিশু ভবনে উপস্থিত হন রাহুল। সেখানেই অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিল কেওনঝড় জেলার রাইতালা গ্রামের সাত বছরের সাসমিতা রানা। আপ্লেস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত ছিল সে। বাঁচার আশা একেবারেই ছিল না। মেয়েকে মৃত্যুশয্যায় দেখে শোকে ভেঙে পড়েছিলেন তার মা। মৃত্যু শয্যায় নিজের অসুস্থতার কথা বিন্দুমাত্র না ভেবে কী করে মাকে শান্ত করা যায়, তা নিয়ে চিন্তিত ছিল  ছোট্ট সাসমিতা। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাহুল। তিনি টুইটারে জানিয়েছেন, এরকম কোনও সাহসী মেয়ে তিনি আগে দেখেননি। সমস্ত শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও সে অদম্য মনের জোর ধরে রেখেছিল।
বাংলা খবর/ খবর/দেশ/
ছোট্ট সাসমিতার মৃত্যুতে শোকাহত রাহুল
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement