'ঘাবড়ে গিয়েই সিবিআই কর্তাদের ছুটিতে পাঠিয়েছে মোদি সরকার', সিবিআই বিতর্কে ফের কেন্দ্রকে দায়ী করলেন রাহুল
Last Updated:
#নয়াদিল্লি: সিবিআই গৃহযুদ্ধ নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর । এবার দুই কর্তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর বিষয় নিয়ে সরাসরি কেন্দ্রীয় শাসক দলকেই বিঁধলেন কংগ্রেস প্রধান রাহুল গান্ধি ।
সিবিআই কর্তাদের নিয়োগ ও অপসারণ হয় একটি নির্দিষ্ট কমিটির মাধ্যমে যেখানে থাকেন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও বিরোধী দলনেতা । এই কলেজিয়ামই সিবিআই কর্তা নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু রাত ২ টোর সময় কিভাবে কোনও আলোচনা ছাড়াই এই কর্তাদের সরানো হল, প্রশ্ন তুলেছেন রাহুল। এই আচরণের মাধ্যমে দেশের সংবিধান, বিচারব্যবস্থা ও সর্বোপরি নাগরিকদের ঠকানো হয়েছে। এই পদক্ষেপকে অপরাধের আখ্যাও দিয়েছেন রাহুল ।
advertisement
শুধুমাত্র অপসারণ নয়, অলোক ভার্মার ঘরও সিল করে দেওয়া হয়েছে। দুর্নীতি সংক্রান্ত যাবতীয় প্রমাণও লোপাট করা হয়েছে । রাতের অন্ধকারে সিবিআই কর্তাকে সরিয়ে দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টাই করছে মোদি সরকার।
advertisement
CBI Director was not only removed, his room was sealed.The incriminating documents that were with him were taken away and that is why the work was done at 2 AM. Not only the Director is being removed, efforts are also made to suppress evidence: Congress President Rahul Gandhi pic.twitter.com/IfK73BkcZN
— ANI (@ANI) October 25, 2018
advertisement
এছাড়া মোদিকে সরাসরি আক্রমণ করেছেন কংগ্রেস প্রধান । মোদি উদ্বেগের কারণেই এই হঠকারি পদক্ষেপ নিয়েছেন ও এক দুর্নীতি ঢাকতে আরও এক দুর্নীতির আশ্রয় নিয়েছে মোদি সরকার, মন্তব্য রাহুলের।
PM’s reaction was in a panic. He is scared that he indulged in corruption and he could get caught: Congress President Rahul Gandhi pic.twitter.com/mt2S5TB5Dz — ANI (@ANI) October 25, 2018
advertisement
>
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2018 6:21 PM IST