Rahul Gandhi Birthday: 'আমার বন্ধু, আমার সহযাত্রী...তোমায় ভীষণ ভালবাসি', রাহুলের জন্মদিনে আবেগাপ্লুত পোস্ট প্রিয়াঙ্কার
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi Birthday: বুধবার ৫৪ বছরের জন্মদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির। সকাল থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কংগ্রেস যুবরাজ।
নয়াদিল্লি: বুধবার ৫৪ বছরের জন্মদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির। সকাল থেকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন কংগ্রেস যুবরাজ। অনেকেই রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি বোন প্রিয়াঙ্কা গান্ধি বঢরাও। এক্স হ্যান্ডেলে রাহুলকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা।
এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখছেন, “আমার মিষ্টি দাদাকে জন্মদিনের শুভেচ্ছা। যার বিশ্বের সবকিছুর প্রতি অনন্য দৃষ্টিভঙ্গি আমাদের জীবনের পথকে আলোকিত করে। আমার বন্ধু, আমার সহযাত্রী, যুক্তিবাদী উপদেষ্টা, দার্শনিক এবং নেতা, তোমায় ভীষণ ভালবাসি।”
Happy Birthday to my sweet brother ❤️ whose unique perspective on life, the universe and everything lights up the path.
Always my friend, my fellow traveller, argumentative guide, philosopher and leader. Keep shining ⭐️⭐️⭐️, love you the most! pic.twitter.com/NYa8M0Gc33
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 19, 2024
advertisement
advertisement
আরও পড়ুন: আপনার শরীরে আঁচিল আছে? আঁচিল কেন হয় জানেন? মারণরোগের লক্ষণ হতে পারে এটি, সাবধান!
জন্মদিনে বিশেষ আড়ম্বর পছন্দ নয় রাহুলের, আজ তাই বিশেষ দিনে দিল্লিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) সদর দফতরে ছোটখাটো আয়োজন করা হয়। কেকে কেটে এবং লাড্ডু খাইয়ে জন্মদিন উদযাপন করেন তিনি।
advertisement
এদিন রাহুলকে এক্স হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তিনি লিখেছেন, ‘রাহুল গান্ধিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। যেভাবে রাহুল সংবিধানের প্রতি তাঁর দায়বদ্ধতা দেখিয়েছেন ও যেভাবে তিনি দেশের লক্ষ লক্ষ মানুষের হয়ে অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন, সেটাই তাঁকে অন্য নেতাদের থেকে আলাদা করে।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 3:08 PM IST