Rahul Gandhi Attacks TMC: মমতার আক্রমণের জবাব, মেঘলায়ে ভোট প্রচারে গিয়ে তৃণমূলকে তুলোধনা রাহুল গান্ধির
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সিপিএমের বিরুদ্ধে আন্দোলনের জন্য কংগ্রেস তাঁকে বহিষ্কার করেছিল, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূলনেত্রী৷
শিলং: ২০২৪-এ বিরোধী জোট গঠন করতে হলে এক ছাতার তলায় আসতেই হবে কংগ্রেস এবং তৃণমূলকে৷ অথচ দুই দলের মধ্যে সম্পর্কের উন্নতির কোনও লক্ষ্মণ নেই৷ বরং মেঘালয় বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ফের একবার সামনে চলে এল দুই দলের তিক্ততা৷ মেঘালয়ে প্রচার করতে গিয়ে মমতা কংগ্রেসকে আক্রমণ করার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ দাবি করলেন, বিজেপি-র জয় নিশ্চিত করতেই মেঘালয়ে এসেছে তৃণমূল৷
আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন৷ তার আগে এ দিন মেঘালয়ে প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বক্তব্য রাখতে গিয়ে যথারীতি বিজেপি এবং শাসক দল এনপিপি-কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
#WATCH | You also know the history of TMC, you know the violence that takes place in Bengal...You're aware of their tradition, they came to Goa & spend huge amount of money as their idea was to help BJP. TMC's idea in Meghalaya is to ensure that BJP comes to power: Rahul Gandhi pic.twitter.com/mW3xHNumC4
— ANI (@ANI) February 22, 2023
advertisement
একই সঙ্গে কংগ্রেসেরও সমালোচনা করেন তিনি৷ অভিযোগ করেন, বিজেপি বা কংগ্রেস, কেউই মেঘালয়ের মানুষের বন্ধু না৷ এমন কি, সিপিএমের বিরুদ্ধে আন্দোলনের জন্য কংগ্রেস তাঁকে বহিষ্কার করেছিল, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূলনেত্রী৷ তিনি দাবি করেন, ২০২৪-এ তৃণমূলই বিজেপি-কে দিল্লির ক্ষমতা থেকে সরাবে৷
advertisement
এর কিছুক্ষণের মধ্যে মেঘালয়ে দাঁড়িয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন রাহুল গান্ধি৷ তিনি বলেন, 'আপনারা তৃণমূলের ইতিহাস জানেন৷ বাংলায়ী কীভাবে হিংসা চলছে, একের পর এক দুর্নীতি হচ্ছে, সে খবরও আপনাদের কাছে আছে৷ ওদের ঐতিহ্য সম্পর্কে আপনারা অবহিত৷ তৃণমূল গোয়ায় গিয়ে প্রচুর টাকা খরচ করেছে৷ উদ্দেশ্য ছিল বিজেপি-কে সাহায্য করা৷ এখানেও তৃণমূল বিজেপি-কে শক্তিশালী করতেই এসেছে৷ বিজেপি-র জয় নিশ্চিত করাই ওদের একমাত্র লক্ষ্য৷'
advertisement
যদিও রাহুল গান্ধিকে জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন৷ তাঁর পাল্টা অভিযোগ, 'বিভিন্ন রাজ্যে কংগ্রেসের জনপ্রতিনিধিরা কীভাবে বিজেপি-র কাছে বিক্রি হয়ে যাচ্ছে গোটা দেশ দেখছে৷ ২০১৪ সালে যদি কংগ্রেস ২জি, কোলগেট কেলেঙ্কারি করে ৪৫০ থেকে ৪৪-এ নেমে না আসত, দেশের মানুষকে এই দুর্দিন দেখতে হত না৷ লোকসভা, রাজ্যসভায় কংগ্রেসের অনেক কাজকর্মে প্রমাণ হয় যে কংগ্রেস বিজেপি-কেই সাহায্য করছে৷ মধ্যপ্রদেশ, কর্ণাটকে কী হয়েছিল? তৃণমূলই একমাত্র দল যারা বিজেপি-র চোখে চোখ রেখে লড়ছে৷ নিজের দলকে মজবুত করে তারপর তৃণমূলের দিকে তাকাবেন৷'
advertisement
সব আপডেট পড়ুন ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 (Tripura Election Result 2023) এখানে খবর
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
February 22, 2023 5:08 PM IST