Rahul Gandhi bats for Smriti Irani: অমেঠিতে হারায় সমাজমাধ্যমে অপদস্থ স্মৃতি, লাগাম টানতে আসরে রাহুল! কী লিখলেন বিরোধী দলনেতা?

Last Updated:

ভোটের আগে অবশ্য এই রাহুল গান্ধি এবং গান্ধি পরিবারকেই তীব্র কটাক্ষ করেছিলেন স্মৃতি ইরানি৷

স্মৃতির হয়ে আসরে রাহুল৷
স্মৃতির হয়ে আসরে রাহুল৷
নয়াদিল্লি: ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই স্মৃতি ইরানির কাছেই অমেঠি পরাজিত হতে হয়েছিল তাঁকে৷ সেই স্মৃতি ইরানির হয়েই এবার সরব হলেন রাহুল গান্ধি৷ স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করে যাতে কেউ কোনও অপমানজনক মন্তব্য এবং কটূ কথা না বলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই অনুরোধ করেছেন বিরোধী দলনেতা৷
২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে দেড় লক্ষেরও বেশি ভোটে পরাজিত হন স্মৃতি ইরানি৷ এর পর থেকেই সামাজিক মাধ্যমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষ এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন অনেকে৷
বৃহস্পতিবার নিজের সরকারি বাংলোও ছেড়ে দেন স্মৃতি৷ এর পরই তাঁকে উদ্দেশ্য করে কটাক্ষ আরও বেড়ে যায়৷
advertisement
advertisement
এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধি লেখেন, ‘জয় এবং পরাজয় জীবনে চলতেই থাকে৷ আমি প্রত্যেককে অনুরোধ করব স্মৃতি ইরানি অথবা অন্য যে কোনও নেতার উদ্দেশ্যে অবমাননাকর এবং অশালীন শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন৷ অন্যকে অপদস্থ করা এবং অপমান করা নিজের দুর্বলতার পরিচয়, শক্তির নয়৷’
advertisement
ভোটের আগে অবশ্য এই রাহুল গান্ধি এবং গান্ধি পরিবারকেই তীব্র কটাক্ষ করেছিলেন স্মৃতি ইরানি৷ বিশেষত রাহুল অমেঠিতে লড়বেন না বলে কংগ্রেস ঘোষণা করার পর স্মৃতি ইরানি বলেছিলেন, ‘২০১৯ সালেও রাহুল গান্ধি অমেঠি থেকে পালিয়ে গিয়েছিলেন৷ পার্থক্য শুধু একটাই, আগের বার তিনি ওয়ানাডে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবার অমেঠি থেকে একেবারে ভোটে না লড়ারই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন৷ ফলে এই নিয়ে টানা দু বার রাহুল গান্ধি অমেঠি থেকে পালালেন৷’ শুধু তাই নয়, অমেঠিতে রাহুলকে লড়তে না দিয়ে কংগ্রেস আসলে নিজের পরাজয় মেনে নিল বলেও দাবি করেন স্মতি ইরানি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi bats for Smriti Irani: অমেঠিতে হারায় সমাজমাধ্যমে অপদস্থ স্মৃতি, লাগাম টানতে আসরে রাহুল! কী লিখলেন বিরোধী দলনেতা?
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement