Rahul Gandhi bats for Smriti Irani: অমেঠিতে হারায় সমাজমাধ্যমে অপদস্থ স্মৃতি, লাগাম টানতে আসরে রাহুল! কী লিখলেন বিরোধী দলনেতা?

Last Updated:

ভোটের আগে অবশ্য এই রাহুল গান্ধি এবং গান্ধি পরিবারকেই তীব্র কটাক্ষ করেছিলেন স্মৃতি ইরানি৷

স্মৃতির হয়ে আসরে রাহুল৷
স্মৃতির হয়ে আসরে রাহুল৷
নয়াদিল্লি: ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই স্মৃতি ইরানির কাছেই অমেঠি পরাজিত হতে হয়েছিল তাঁকে৷ সেই স্মৃতি ইরানির হয়েই এবার সরব হলেন রাহুল গান্ধি৷ স্মৃতি ইরানিকে উদ্দেশ্য করে যাতে কেউ কোনও অপমানজনক মন্তব্য এবং কটূ কথা না বলেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই অনুরোধ করেছেন বিরোধী দলনেতা৷
২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে কংগ্রেসের কিশোরী লাল শর্মার কাছে দেড় লক্ষেরও বেশি ভোটে পরাজিত হন স্মৃতি ইরানি৷ এর পর থেকেই সামাজিক মাধ্যমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে কটাক্ষ এবং আপত্তিকর মন্তব্য করেছিলেন অনেকে৷
বৃহস্পতিবার নিজের সরকারি বাংলোও ছেড়ে দেন স্মৃতি৷ এর পরই তাঁকে উদ্দেশ্য করে কটাক্ষ আরও বেড়ে যায়৷
advertisement
advertisement
এ দিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাহুল গান্ধি লেখেন, ‘জয় এবং পরাজয় জীবনে চলতেই থাকে৷ আমি প্রত্যেককে অনুরোধ করব স্মৃতি ইরানি অথবা অন্য যে কোনও নেতার উদ্দেশ্যে অবমাননাকর এবং অশালীন শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন৷ অন্যকে অপদস্থ করা এবং অপমান করা নিজের দুর্বলতার পরিচয়, শক্তির নয়৷’
advertisement
ভোটের আগে অবশ্য এই রাহুল গান্ধি এবং গান্ধি পরিবারকেই তীব্র কটাক্ষ করেছিলেন স্মৃতি ইরানি৷ বিশেষত রাহুল অমেঠিতে লড়বেন না বলে কংগ্রেস ঘোষণা করার পর স্মৃতি ইরানি বলেছিলেন, ‘২০১৯ সালেও রাহুল গান্ধি অমেঠি থেকে পালিয়ে গিয়েছিলেন৷ পার্থক্য শুধু একটাই, আগের বার তিনি ওয়ানাডে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবার অমেঠি থেকে একেবারে ভোটে না লড়ারই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন৷ ফলে এই নিয়ে টানা দু বার রাহুল গান্ধি অমেঠি থেকে পালালেন৷’ শুধু তাই নয়, অমেঠিতে রাহুলকে লড়তে না দিয়ে কংগ্রেস আসলে নিজের পরাজয় মেনে নিল বলেও দাবি করেন স্মতি ইরানি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi bats for Smriti Irani: অমেঠিতে হারায় সমাজমাধ্যমে অপদস্থ স্মৃতি, লাগাম টানতে আসরে রাহুল! কী লিখলেন বিরোধী দলনেতা?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement