Rahul Gandhi: 'ভোট চুরিই সবথেকে বড় দেশ বিরোধী কাজ!' লোকসভায় কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের

Last Updated:

বিরোধী দলনেতার আরও অভিযোগ, নির্বাচন কমিশন আর স্বাধীন ভাবে কাজ করছে না এবং কেন্দ্রের ক্ষমতাসীন দলের সঙ্গে তারা হাত মিলিয়েছে৷

ভোট চুরির অভিযোগে সরব রাহুল গান্ধি৷
ভোট চুরির অভিযোগে সরব রাহুল গান্ধি৷
এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিজেপিকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি৷ মঙ্গলবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে দখল করে নেওয়ার অভিযোগ তোলেন৷ বিরোধী দলনেতার অভিযোগ, নির্বাচনের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ার ফলকে নিজেদের পক্ষে নিয়ে যেতেই এই চেষ্টা করছে বিজেপি এবং কেন্দ্র৷ তাঁর অভিযোগ, ভোট চুরির থেকে বড় দেশ বিরোধী কাজ আর কিছু হয় না৷
এসআইআর নিয়ে আলোচনা চলাকালীন এ দিন এই অভিযোগ করেন রাহুল৷ বিরোধী দলনেতার আরও অভিযোগ, নির্বাচন কমিশন আর স্বাধীন ভাবে কাজ করছে না এবং কেন্দ্রের ক্ষমতাসীন দলের সঙ্গে তারা হাত মিলিয়েছে৷
রাহুল বলেন, ‘নির্বাচনের ফলকে প্রভাবিত করার জন্য ক্ষমতার কাছে নত হয়েছে নির্বাচন কমিশন৷ ভারতীয় গণতন্ত্রকে অপমান করার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে৷’ তিনি আরও অভিযোগ করেছেন, ভোট প্রক্রিয়া সংস্কারের নামে কেন্দ্র যা শুরু করেছে তাতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলিই আরও দুর্বল হয়ে পড়ছে৷ নির্বাচন কমিশনারকে নিয়োগ করার কমিটি থেকে দেশের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ফের প্রশ্ন তুলেছেন রাহুল৷ বিরোধী দলনেতার দাবি, ২০২৩ সালে নেওয়া এই সিদ্ধান্তের ফলে নির্বাচন কমিশন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে৷ তাঁর অভিযোগ, নতুন আইনে পদে থাকাকালীন কোনও নির্বাচন কমিশনারকেই শাস্তি দেওয়া যাবে না৷
advertisement
advertisement
এসআইআর নিয়েও ফের একবার প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধি৷ তাঁর অভিযোগ, ‘এসআইআর চলাকালীন যে অনিয়মগুলি ধরা পড়েছে সেগুলির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করারই গভীর ষড়যন্ত্রই ধরা পড়ে গিয়েছে৷ বিরোধী দলনেতা বলেন, এইভাবেই আপনারা মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং বিহারে ভোটে জিতছেন৷ বিহারে এসআইআর-এর পর ১.২ লক্ষ ডুপ্লিকেট ছবি ধরা পড়েছে৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: 'ভোট চুরিই সবথেকে বড় দেশ বিরোধী কাজ!' লোকসভায় কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement