#নয়াদিল্লি: সংসদ নয়, গুজরাটের মাটিতে দাঁড়িয়েই মোদির বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ তুলেছেন রাহুল গান্ধি। কংগ্রেস সহ সভাপতির অভিযোগ, ২০১৩-১৪ সালে সাহারা গোষ্ঠীর থেকে ছ'মাসে ন'বার ঘুষ নিয়েছেন প্রধানমন্ত্রী। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২৫ কোটি টাকার ঘুষ নিয়েছেন বিড়লা গোষ্ঠীর থেকেও। মেহসেনার সভা থেকে নিরপেক্ষ তদন্তেরও দাবি তোলেন রাহুল।
কংগ্রেস সহসভাপতির অভিযোগ, গত আড়াই বছর ধরে মোদির ঘুষ নেওয়ার সব তথ্যপ্রমাণ হাতে রয়েছে আয়কর দফতরের। তাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন রাহুল গান্ধি। রাহুলের ভূমিকম্পে অবশ্য কাঁপতে নারাজ বিজেপি শিবির।
রাহুলের অভিযোগের প্রেক্ষিতে পাল্টা জবাব বিজেপির ৷ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে ৷ রাহুল হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ৷ অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টর দুর্নীতিতে নাম জড়িয়েছে রাহুলের পরিবারের ৷ এর থেকে মানুষের নজর এড়াতেই প্রধানমন্ত্রীর উপর ভিত্তিহীন অভিযোগ করেছেন তিনি ৷
রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, রাহুল নিজেই পাঁচ হাজার কোটি টাকার ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় জামিনে রয়েছে ৷ রাহুল পার্ট টাইম রাজনৈতিক নেতা ৷ তাই মানুষ তাকে কোনও গুরুত্ব দেয় না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Congress, ETV News Bangla, Mehsana, Rahul Gandhi, Ravishankar Prasad