'₹১ লক্ষ ৩০ হাজার কোটির দুর্নীতি, ডিফেন্সে সার্জিক্যাল স্ট্রাইক'

Last Updated:

রাফাল চুক্তি নিয়ে এ হেন বিতর্কের মাঝে মোদিকে তুলোধনা করলেন রাহুল৷ তাঁর কথায়, '১ লক্ষ৩০ হাজার কোটি টাকার প্রতারণা৷ ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এটা সার্জিক্যাল স্ট্রাইক৷' রাফাল চুক্তির পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা৷

#নয়াদিল্লি: ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁল্যাদের দাবির পরেই রাফাল চুক্তি নিয়ে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি৷ বললেন, 'ভারতের আবেগের সঙ্গে খেলা করেছেন প্রধানমন্ত্রী৷ এটা জাতীয় লজ্জা৷'
ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট দাবি করেন, রাফাল চুক্তির সময় একটি বেসরকারি ভারতীয় সংস্থাকে ববরাত পাইয়ে দেওয়ার জন্য চাপ দিয়েছিল মোদি সরকার৷ যদিও ওঁল্যাদের বক্তব্য খারিজ করে ফ্রান্স সরকার জানিয়ে দিয়েছে, ভারতের তরফে কোনও চাপ ছিল না৷ কোনও বিশেষ কোম্পানিকে সিলেক্ট করার জন্য চাপ দেয়নি ভারত সরকার৷
রাফাল চুক্তি নিয়ে এ হেন বিতর্কের মাঝে মোদিকে তুলোধনা করলেন রাহুল৷ তাঁর কথায়, '১ লক্ষ৩০ হাজার কোটি টাকার প্রতারণা৷ ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এটা সার্জিক্যাল স্ট্রাইক৷' রাফাল চুক্তির পরিমাণ ২০ বিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকা৷
advertisement
advertisement
রাফাল যুদ্ধ বিমানচুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের পদত্যাগও দাবি করেছেন রাহুল৷
আরও ভিডিও: মোদি-রাহুল জোর তর্জা
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'₹১ লক্ষ ৩০ হাজার কোটির দুর্নীতি, ডিফেন্সে সার্জিক্যাল স্ট্রাইক'
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement