ভারত-ফ্রান্সের মধ্যে রাফায়েল নিয়ে মউ সাক্ষরিত

Last Updated:

রাফায়েল যুদ্ধবিমান নিয়ে জট কাটলো অবশেষে ৷ সোমবার এ বিষয়ে ভারত-ফ্রান্সের মধ্যে সাক্ষরিত হল মউ ৷ ফ্রান্সের থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনবে ভারত ৷ এদিন দিল্লির হায়দরাবাদ হাউসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী বলেন এবিষয়ে চুক্তি সাক্ষর করে তিনি খুশি ৷

#নয়াদিল্লি: রাফায়েল যুদ্ধবিমান নিয়ে জট কাটলো অবশেষে ৷ সোমবার এ বিষয়ে ভারত-ফ্রান্সের মধ্যে সাক্ষরিত হল মউ ৷ ফ্রান্সের থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কিনবে ভারত ৷ এদিন দিল্লির হায়দরাবাদ হাউসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী বললেন এবিষয়ে চুক্তি সাক্ষর করে তিনি খুশি ৷
রবিবার তিন দিনের সফরে ভারতে আসেন ফ্রাঁসোয়া ওলান্দ ৷ চন্ডীগড়ে বিভিন্ন জায়গা এক সাথে ঘুরে দেখেন দু’দেশের রাষ্ট্রনেতারা ৷ এরপর এদিন সকালে হায়দরাবাদ হাউসে বৈঠকে বলেন মোদি ও ওলান্দ ৷ বেশ কয়েকদিন ধরেই দু’দেশের মধ্যে রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা চলছিল ৷ কিন্তু আর্থিক কারণে তা পিছিয়ে যাচ্ছিল ৷ গত বছর এপ্রিল মাসে ফ্রান্স সফরে গিয়ে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোমবার দু’দেশের মধ্যে বিস্তারিত আলেচনার পর ৬০ হাজার কোটি টাকার রাফায়েল চুক্তি সম্পন্ন হয় ৷ পাশাপাশি ভারতে ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথাও ঘোষণা করেন ওলান্দ ৷ এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ১২ টি মউ সাক্ষরিত হয়েছে দু’দেশএর মধ্যে ৷ রাফায়েল চু্ক্তি নিয়ে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘রাফায়েল কেনার ক্ষেত্রে কিছু আর্থিক সমস্যা আছে ৷ এছাড়া চুক্তি বাস্তবায়িত হতে কোনও বাধা নেই’৷ এর জেরে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষীক সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহল মহল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভারত-ফ্রান্সের মধ্যে রাফায়েল নিয়ে মউ সাক্ষরিত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement