Puri Stampede: ফের ভয়ঙ্কর পদপিষ্টের ঘটনা পুরীতে! এবার পরপর মৃত্যু! ফিরল রথযাত্রার দিনের ভয়াবহ স্মৃতি, এবার আটকানো গেল না মৃত্যু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Puri Stampede: রবিবার ভোরে ঘটনাটি গুন্ডিচা মন্দিরের কাছে শারধাবলিতে ঘটেছে। রথযাত্রার দিনের মতোই জগন্নাথ দর্শনের জন্য এদিনও বহু ভক্ত সমাগম হয়েছিল।
পুরী: শুক্রবারের পর রবিবার। পুরীতে ফের পদপিষ্টের ঘটনা। এবার গুন্ডিচা মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। আহত বহু মানুষ। ‘কলিঙ্গ টিভি’-র দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের নাম বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং প্রভাতী দাস। জানা গিয়েছে, রবিবার ভোর ৪টে নাগাদ গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য রথের কাছে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের। আর সেই সময়েই পদপিষ্টের ঘটনা ঘটে।
advertisement
রবিবার ভোরে ঘটনাটি গুন্ডিচা মন্দিরের কাছে শারধাবলিতে ঘটেছে। রথযাত্রার দিনের মতোই জগন্নাথ দর্শনের জন্য এদিনও বহু ভক্ত সমাগম হয়েছিল। ভক্তদের সংখ্যা এতটাই বেশি ছিল যে তাঁদের নিয়ন্ত্রণ করা যায়নি। সেই সময়েই দর্শনের জন্য ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং তা ধীরে ধীরে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি করে।
advertisement
advertisement
পুরী জেলা সদর হাসপাতালের সিডিএমও অক্ষয় সৎপথি জানিয়েছেন, পদপিষ্টের ঘটনায় ১০ থেকে ১১ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা করা হচ্ছে। তবে মৃত্যু নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। পুরীর অতিরিক্ত এসপি সুশীল মিশ্র জানান, ঘটনায় ১১ জন আহত হলেও তাঁরা এখন প্রায় সুস্থ হয়ে উঠেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তাঁরা এখনও হতাহতের কোনও খবর পাননি বলেই জানিয়েছেন।
advertisement
গত শুক্রবার, রথযাত্রার দিনও পুরীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ব্যাপক ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ায় মতো পরিস্থিতি তৈরি হয় ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসবে। ঘটনার জেরে আহত হয়েছেন অন্তত ৬০০ জন। আহতদের মধ্যে অন্তত ৮ জনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।
advertisement
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের একাধিক জায়গায় ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা সামনে এসেছে। চলতি বছরে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩০ জনের। গোয়ার এক মন্দিরেও পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়। এবার পুরীর দুর্ঘটনা ফিরিয়ে দিল সেই আতঙ্ক। শুক্রবারের ঘটনায় মৃত্যু আটকানো গেলেও রবিবার তা আটকানো গেল না। গোটা ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন পুণ্যার্থী ও বিরোধীরা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2025 9:33 AM IST