কলকাতা: পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে শীঘ্রই। জানেন এই ট্রেনের মেন্যু কি হতে চলেছে? রেল নীরের জলের বোতল দেওয়া হবে ৷ একটি এক লিটারের৷ একটি ৫০০ মিলি। একটা টেট্রা প্যাক জ্যুস দেওয়া হবে যা ২০০ মিলি-র। একটা বাটার মিল্ক টেট্রা প্যাক দেওয়া হবে ২০০ মিলি-র।
স্ন্যাকসে থাকবে একটা ৬০ গ্রাম ওজনের বাটার ভেজ স্যান্ডউইচ। একটা সিঙাড়া। একটা নিমকির প্যাকেট ৷ একটা টম্যাটো কেচআপ ৷ এ ছাড়া এক্সিকিউটিভ ক্লাসে চাহিদার ভিত্তিতে দেওয়া হবে চা।
আরও পড়ুন– ব্যাঙ্কে টাকা রেখে ভুলে গিয়েছেন! ফোন করে ফেরত দেবে RBI
দুপুরের মেন্যুতে থাকছে, ১০০ গ্রাম বাসমতী চালের ভাত ৷ দুটো পিস মেথি পরোটা। থাকবে ডাল ৷ পঞ্চাশ গ্রাম ওজনের মটর পনির মশলা। মরশুমি সবজি ৷ থাকবে দই ও মিষ্টি। এর মধ্যে দই আশি গ্রাম। দু’পিস কালোজাম। সঙ্গে থাকবে ৫০০ মিলিলিটার জলের বোতল।
আপাতত এই মেন্যু স্থির হয়েছে ৷ রাতের খাবারে কোনও বদল আসবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।