হোম /খবর /দেশ /
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে শীঘ্রই, খাবারের মেন্যুতে কী থাকছে?

Puri-Howrah Vande Bharat: পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে শীঘ্রই, এই ট্রেনে যাত্রীদের খাবারের মেন্যুতে কী থাকছে? জেনে নিন

পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের মেন্যু

পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের খাবারের মেন্যু

Puri-Howrah Vande Bharat Express Menu: পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে শীঘ্রই। জানেন এই ট্রেনের মেন্যু কি হতে চলেছে?

  • Share this:

কলকাতা: পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে শীঘ্রই। জানেন এই ট্রেনের মেন্যু কি হতে চলেছে? রেল নীরের জলের বোতল দেওয়া হবে ৷ একটি এক লিটারের৷ একটি ৫০০ মিলি। একটা টেট্রা প্যাক জ্যুস দেওয়া হবে যা ২০০ মিলি-র। একটা বাটার মিল্ক টেট্রা প্যাক দেওয়া হবে ২০০ মিলি-র।

স্ন্যাকসে থাকবে একটা ৬০ গ্রাম ওজনের বাটার ভেজ স্যান্ডউইচ। একটা সিঙাড়া। একটা নিমকির প্যাকেট ৷ একটা টম্যাটো কেচআপ ৷ এ ছাড়া এক্সিকিউটিভ ক্লাসে চাহিদার ভিত্তিতে দেওয়া হবে চা।

আরও পড়ুন– ব্যাঙ্কে টাকা রেখে ভুলে গিয়েছেন! ফোন করে ফেরত দেবে RBI

দুপুরের মেন্যুতে থাকছে, ১০০ গ্রাম বাসমতী চালের ভাত ৷ দুটো পিস মেথি পরোটা। থাকবে ডাল ৷ পঞ্চাশ গ্রাম ওজনের মটর পনির মশলা। মরশুমি সবজি ৷ থাকবে দই ও মিষ্টি। এর মধ্যে দই আশি গ্রাম। দু’পিস কালোজাম। সঙ্গে থাকবে ৫০০ মিলিলিটার জলের বোতল।

আপাতত এই মেন্যু স্থির হয়েছে ৷ রাতের খাবারে কোনও বদল আসবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Howrah Puri Vande Bharat, Vande Bharat Express