এবার এটিএম নিয়ে নিজেই আপনার কাছে হাজির হবে ব্যাঙ্ক

Last Updated:

এবার গ্রাহকদের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷

#নয়াদিল্লি: দেশজুড়ে আজও নোট-ভোগান্তির চেনা ছবি। ব্যাঙ্ক-এটিএম-এর বাইরে লম্বা লাইন দিয়েও টাকা না পেয়ে হতাশ মানুষ। প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রায় একমাস পেরোতে চলল। তবু নোট-ভোগান্তি চলছেই। মাসখরচের টাকার খোঁজে মঙ্গলবারও ব্যাঙ্ক-এটিএম-এর সামনে হত্যে দিয়ে গ্রাহকরা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ালেও যে চাহিদা মতো টাকা মিলবে, তার কোনও নিশ্চয়তা নেই।
এবার গ্রাহকদের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ মঙ্গলবার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে ক্যাব সংস্থা ওলার সঙ্গে তারা একটি নতিন চুক্তি স্বাক্ষর করেছে ৷ এই নতুন চুক্তি অনুযায়ী, দিল্লি ও এনসিআর- এ মোবাইল এটিএম স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ ওলার আধিকারিক জানিয়েছেন, ‘ওলার নেটওয়ার্কে গোটা রাজ্যে বিস্তারিত ৷ এর মাধ্যমে মোবাইল এটিএমের পরিষেবা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চায় ৷ এর সাহায্যে নোট সমস্যা থেকে সাধারণ মানুষক অনেকটাই মুক্তি পাবেন ৷’
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএম-সহ ওলা ক্যাব গুরগাঁও, লক্ষীনগর, জনকপুরী, সিভিল লাইনস, নেতাজি সুভাষ প্লেস, মানেসর, নেহেরু প্লেস, ময়ূর বিহার, ফরিদাবাদ , তিলক নগর, রাজৌরি গার্ডেন ও গ্রেটার কৈলাসে দাঁড়িয়ে থাকবে ৷
advertisement
ওলা ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আধিকারিকরা সেখানে উপস্থিত থাকে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য ৷ যাতে টাকা তুলতে কোনও সমস্যায় না পড়তে না হয় মানুষকে ৷
advertisement
এ সপ্তাহ থেকে এই পরিষেবা দেওয়া শুরু করেছে ওলা ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে, কলকাতা, চন্ডীগড়, আহমেদাবাদ, হায়দরাবাদ ও জয়পুরে এই পরিষেবা চালু করা হয়েছে ৷
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ওলার নেটওয়ার্কের সাহায্যে মানুষের কাছে মাইক্রো এটিএম, পয়েন্ট অফ সেল এর পরিষেবা পৌঁছে দিতে সুবিদা হবে তাদের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার এটিএম নিয়ে নিজেই আপনার কাছে হাজির হবে ব্যাঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement