বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিন গ্রহের প্রাণী, নরেন্দ্র মোদিকে চিঠি

Last Updated:
#পুণে: বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে ভিন গ্রহের প্রাণী ৷ এরকমই দাবি জানিয়ে পুনের এক বাসিন্দা প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখলেন। যদিও পুলিস এ বিষয়ে অনুসন্ধান করে জানতে পারে, ৪৭ বছরের ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ।
পুণের কোঠরুদ এলাকার ওই বাসিন্দা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি তাঁর বাড়ির বাইরে ‘‌এলিয়ান’‌বা ভিন গ্রহের প্রাণীর মতো কোনও বস্তুর দেখা পেয়েছেন। প্রধানমন্ত্রীর দফতর এই চিঠি পাওয়ার পর তা মহারাষ্ট্র সরকারকে পাঠায়। রাজ্য সরকারের কাছ থেকে পুণে পুলিশের কাছে বিষয়টি তদন্ত করার নির্দেশ আসে। পুলিস ই–মেল পাঠানো ওই ব্যক্তিকে কিছুদিন আগেই খুঁজে বের করেছে। পুলিশের এক আধিকারিক বলেন, ‘‌ওই ব্যক্তির কিছু বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় এবং তিনি তাঁর মানসিক স্থিতি হারিয়ে ফেলেন। কিছুমাস আগে তাঁর বাংলোর বাইরে একটা গাছে আলো দেখতে পান এবং ভাবেন যে হয়তো ভিন গ্রহের প্রাণী এসেছে তাঁর বাড়ির বাইরে।’
advertisement
ওই ব্যক্তি মনে করেন যে, পৃথিবীর কোনও সঙ্কটজনক অবস্থার আশঙ্কার কথাই জানাতে এসেছিল ওই ভিন গ্রহের প্রাণী। তাই তিনি দেরি না করে ই–মেল মারফত ঘটনাটি জানায় প্রধানমন্ত্রীর দপ্তরে এবং যথাযথ তদন্ত করার কথা জানান তিনি। পুলিশ আধিকারিক জানান, ওই ব্যক্তির পরিবারও এ বিষয়ে কিছু জানে না। ‌
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিন গ্রহের প্রাণী, নরেন্দ্র মোদিকে চিঠি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement