Pune Case Update: আগেও একাধিকবার ওই ফ্ল্যাটেই সঙ্গম, তার পরেও কেন নিজের বন্ধুর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ পুণের তরুণীর? কারণ শুনে থ পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত বুধবার তরুণীর এই চাঞ্চল্যকর অভিযোগের পর অভিযুক্তকে ধরতে কোমর বেঁধে নামে পুণে পুলিশ৷
পুণে: নিজের পুরুষ বন্ধুর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এনেছিলেন পুণের আইটি কর্মী৷ গতকালই এই তথ্য জানতে পেরেছিল পুলিশ৷ তদন্তকারীরা আরও জানতে পারেন, অতীতেও একাধিকবার ওই দু জনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে৷ তার পরেও কেন নিজের বন্ধুর বিরুদ্ধেই এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন ২২ বছর বয়সি ওই তরুণী?
গত বুধবার পুণের একটি অভিজাত আবাসনের বাসিন্দা ওই তরুণী পুলিশে অভিযোগ করে জানান, তাঁর ফ্ল্যাট আসা একজন ডেলিভারি এজেন্ট তাঁকে ধর্ষণ করেছে৷ এমন কি, অভিযুক্ত যুবক তাঁর মোবাইলে সেলফি তুলে ফের ধর্ষণ করতে আসার হুমকি মেসেজ লিখে যায় বলেও অভিযোগ করেন তরুণী৷
যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পারে, যে যুবকের বিরুদ্ধে ২২ বছর বয়সি তরুণী এই অভিযোগ করেছেন তিনি আসলে ওই তরুণীরই বন্ধু এবং তাঁরা পরস্পরকে প্রায় বছর দুয়েক ধরে চিনতেন৷ শুধু তাই নয়, ওই তরুণী নিজের মোবাইলে ওই যুবকের সঙ্গে সেলফি তুলে পরে সেটি এডিট করে হুমকি মেসেজ লিখে পুলিশকে দেখিয়েছিলেন বলেও দাবি করেছেন পুণের পুলিশ কমিশনার অমিতেশ কুমার৷
advertisement
advertisement
কিন্তু নিজের বন্ধুর বিরুদ্ধে কেন এমন অভিযোগ আনলেন ওই আইটি কর্মী? পুলিশি জিজ্ঞাসাবাদে ওই তরুণী স্বীকার করেছেন, অতীতেও তাঁর ওই ফ্ল্যাটে একাধিকবার এসেছেন তাঁর ওই পুরুষ বন্ধু৷ বছর দুয়েক আগে একটি অনুষ্ঠানে তাঁদের পরিচয় হয়৷ ঘনিষ্ঠতা বাড়ার পর একাধিকবার নিজের ওই পুরুষ বন্ধুর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্তও হয়েছেন তিনি৷
advertisement
যদিও তরুণী দাবি করেছেন, বুধবার বিকেলে ফ্ল্যাট এসে তাঁর ওই পুরুষ বন্ধু ফের শারীরিক সম্পর্কে জড়ানোর চেষ্টা করেন৷ কিন্তু সেই সময় সঙ্গমে ইচ্ছুক ছিলেন না তিনি৷ তা সত্ত্বেও জোর করে ঘনিষ্ঠ হন তাঁর ওই পুরুষ বন্ধু৷ সেই রাগেই নিজের ওই পুরুষ বন্ধুর বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানান ওই তরুণী৷
advertisement
পুলিশ জানিয়েছে, তরুণীর ওই পুরুষ বন্ধু যথেষ্টই উচ্চশিক্ষিত৷ ২৫ বছর বয়সি ওই যুবককে ইতিমধ্যে ছেড়েও দিয়েছে পুলিশ৷ মহারাষ্ট্রের আকোলার বাসিন্দা ওই তরুণীও নিজে একটি নামী আইটি সংস্থায় কর্মরত৷ ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি৷ তবে তরুণীকে সত্যিই ধর্ষণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ তরুণীর মানসিক স্বাস্থ্যের কোনও চিকিৎসা প্রয়োজন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ৷
advertisement
গত বুধবার তরুণীর এই চাঞ্চল্যকর অভিযোগের পর অভিযুক্তকে ধরতে কোমর বেঁধে নামে পুণে পুলিশ৷ ছোট ছোট দলে ভাগ করে প্রায় ৫০০ অফিসারকে অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতারের কাজে নামানো হয়৷ খতিয়ে দেখা হয় কয়েকশো সিসিটিভি ক্যামেরার ফুটেজ৷ কিন্তু অভিযুক্তকে গ্রেফতারের পর তরুণীর মোবাইলে তাঁর একাধিক ছবি পান তদন্তকারীরা৷ সেখান থেকেই প্রথম সন্দেহের সূত্রপাত হয়৷ পাশাপাশি, অভিযুক্তও জেরায় দাবি করে, তিনি ওই তরুণীর পূর্ব পরিচিত৷ ওই সেলফিও তরুণীর সম্মতি নিয়েই তিনি তুলেছিলেন বলে দাবি করেন ধৃত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 3:33 PM IST