Pulwama Attack: পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড খতম
Last Updated:
#পুলওয়ামা: পুলওয়ামা হামলায় বদলা নিল ভারত৷ জঙ্গি নিধনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনা৷ পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড আব্দুল রশিদ গাজিকে খতম করল সেনা৷ সোমবার পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষে সেনার বুলেটে মৃত্যু হয় গাজির৷ সেনা সূত্রের খবর, সেনার গুলিতে নিহত কামরান নামে আরও এক জঙ্গি৷ দু জনেই পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের সদস্য৷
Sources: A top Jaish-e-Mohammed commander linked to #PulwamaAttack believed to be trapped in the ongoing encounter with security forces in Pulwama; Deferred visual from the encounter site in Pulwama pic.twitter.com/AK4TjTvfKe
— ANI (@ANI) February 18, 2019
আব্দুল রশিদ গাজি জইশ-এর টপ আইইডি বিশেষজ্ঞ ছিল৷ জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহার তার ভাইপোর মাধ্যমে কাশ্মীরে সন্ত্রাস পরিচালনা করে৷ কিন্তু গত এক বছরে ভারতীয় সেনার অপারেশন অল-আউট চলাকালীন মাসুদের ভাইপোর মৃত্যু হয়৷ তার মৃত্যুর পর যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছিল গাজিকেই৷
advertisement
advertisement
পুলওয়ামা হামলায় আত্মঘাতী জঙ্গি আদিল দারের প্রশিক্ষক রশিদ গাজি ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দাদের কাছে গোপন খবর ছিল। এরকম এক অবস্থায় বৃহস্পতিবার হামলার পর থেকেই এলাকায় শুরু হয়েছে তল্লাশি। এবার তা করতে গিয়েই রবিবার রাত থেকে শুরু হয়েছে জঙ্গি-সেনা গুলির লড়াই। এই সংঘর্ষে একজন মেজর অফিসার-সহ চারজন সেনা জওয়ানের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ গোটা এলাকায় এখন থমথমে পরিস্থিতি ৷ সেনা ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় চলছে বলে জানা গিয়েছে। একটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর।
advertisement
আরও ভিডিও: #PulwamaAttack : ফের রক্তাক্ত পুলওয়ামা ! নিরাপত্তারক্ষী-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ মেজর সহ ৪ জওয়ান
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2019 11:29 AM IST