উৎসব মরশুমে বেঙ্গালুরু যেতে উৎসব স্পেশাল ট্রেন! উত্তর-পূর্ব থেকে দক্ষিণ ভারত স্পেশাল ট্রেন

Last Updated:

উৎসব স্পেশাল ট্রেনটিতে ২০টি কোচ থাকবে। যাত্রীদের আরাম এবং সুবিধা নিশ্চিত করার জন্য এসি ৩-টায়ার এবং স্লিপার ক্লাস কোচও থাকবে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বেঙ্গালুরু: নিউ তিনসুকিয়া এবং এসএমভিটি বেঙ্গালুরুর মধ্যে চালু হতে চলেছে উৎসব স্পেশাল ট্রেন। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন উৎসব মরশুমে নিউ তিনসুকিয়া এবং এসএমভিটি বেঙ্গালুরুর মধ্যে এক জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
ট্রেন নম্বর ০৫৯৫২/০৫৯৫১ (নিউ তিনসুকিয়া – এসএমভিটি বেঙ্গালুরু – নিউ তিনসুকিয়া) উৎসব স্পেশাল ১৮ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৭টি ট্রিপের জন্য চলবে। সেই অনুযায়ী ট্রেন নম্বর ০৫৯৫২ (নিউ তিনসুকিয়া – এসএমভিটি বেঙ্গালুরু) স্পেশাল ১৮ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৪৫-এ নিউ তিনসুকিয়া থেকে রওনা দিয়ে রবিবার সকাল সাড়ে ৯টায় এসএমভিটি বেঙ্গালুরু পৌঁছাবে। আবার ফেরার সময়, ট্রেন নম্বর ০৫৯৫১ (এসএমভিটি বেঙ্গালুরু – নিউ তিনসুকিয়া) স্পেশাল ২১ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রত্যেক রবিবার ১১টা ৫০-এ এসএমভিটি বেঙ্গালুরু থেকে রওনা দিয়ে বুধবার ৪:২৫-এ নিউ তিনসুকিয়া পৌঁছাবে।
advertisement
advertisement
ট্রেনটির স্টপেজ ডিব্রুগড়, ধেমাজি, নর্থ লখিমপুর, হারমতি, রাঙাপাড়া নর্থ, রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিসানগঞ্জ, মালদহ টাউন, বর্ধমান, খড়গপুর, কটক, ভুবনেশ্বর, বিজয়নগরম, বিজয়ওয়াড়া, কাটপাডি ইত্যাদি স্টেশনে থাকবে। উৎসব স্পেশাল ট্রেনটিতে ২০টি কোচ থাকবে। যাত্রীদের আরাম এবং সুবিধা নিশ্চিত করার জন্য এসি ৩-টায়ার এবং স্লিপার ক্লাস কোচও থাকবে। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে। যাত্রা করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।একেবারে উত্তর পূর্ব থেকে দক্ষিণ ভারত অবধি এই রেল চলাচলের ফলে প্রচুর মানুষের সুবিধা হবে। উৎসবের মরসুমে সবচেয়ে বেশি সুবিধা পাবেন যাদের চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উৎসব মরশুমে বেঙ্গালুরু যেতে উৎসব স্পেশাল ট্রেন! উত্তর-পূর্ব থেকে দক্ষিণ ভারত স্পেশাল ট্রেন
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement