Farmers for Migrants : রাজধানীতে লকডাউন, পরিযায়ীদের পাশে দাঁড়াতে এইভাবেই এগিয়ে এলেন টিকায়েতরা!

Last Updated:

কৃষকদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা ৷ পরিযায়ীদের দুর্দশার ছবি যাতে আর না-দেখতে হয়, সেই প্রার্থনাই করছে গোটা দেশ ৷

পরিযায়ীদের পাশে কৃষকরা 
Photo : twitter
পরিযায়ীদের পাশে কৃষকরা Photo : twitter
কেন্দ্রের আনা তিন কৃষি আইন বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে চলা কৃষকদের আন্দোলনের নেতৃত্বে রয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত৷ সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক করা, কৃষক আন্দোলনের কৌশল ঠিক করা-সহ বিভিন্ন ক্ষেত্রে বারবার খবরের শিরোনামে এসেছেন তিনি ৷ এমনকী রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে প্রচার চালাতে বঙ্গেও এসেছেন টিকাইত ৷ এ বার সেই কৃষক নেতা করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েছেন ৷
advertisement
advertisement
advertisement
খাবার তৈরি করে প্যাকিং করে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের হাতে তা তুলে দেওয়া হচ্ছে ৷ রাকেশ টিকায়েত সেই ছবি নিজের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "খাবারের অভাবের ভয়ে কোনও প্রবাসী ভাই পালাবেন না৷ খাবারের সব ব্যবস্থা করছে দিল্লির সব কৃষক মোর্চা৷ যে প্রবাসী শ্রমিকরা বাড়ি ফিরছেন, খাবার প্যাক করে তাঁদের কাছে পাঠানো হচ্ছে ৷" কৃষকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা ৷ পরিযায়ীদের দুর্দশার ছবি যাতে আর না-দেখতে হয়, সেই প্রার্থনাই করছে গোটা দেশ ৷
advertisement
গতবছর দেশজুড়ে লকডাউন ঘোষণার পর তড়িঘড়ি নিজেদের বাড়ি ফিরতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চরম অব্যবস্থার মধ্যে পড়েন ভিনরাজ্যের শ্রমিকরা। বাস নেই, ট্রেন নেই, কাজ নেই, পেটে খাবারও নেই ৷ এই অবস্থায় কেউ হেঁটে, কেউ ট্রাকে চড়ে বেশি টাকা খরচ করে কোনোক্রমে বাড়ি ফেরেন৷ একাধিক পথ দুর্ঘটনায় মৃত্যুও হয় পরিযায়ী শ্রমিকদের।
advertisement
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে সেই ভয়াবহ স্মৃতি তাড়া করে ফিরছে তাঁদের। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় লকডাউন, কড়া বিধিনিষেধ, নাইট কার্ফু জারি হয়েছে ৷ তাই সিঁদুরে মেঘ দেখছেন পরিযায়ীরা। টানা ৬ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে দিল্লিতে ৷ কোনও ঝুঁকি না-নিয়ে বাড়ি ফিরতে মরিয়া শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে কৃষক সংগঠনগুলি ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Farmers for Migrants : রাজধানীতে লকডাউন, পরিযায়ীদের পাশে দাঁড়াতে এইভাবেই এগিয়ে এলেন টিকায়েতরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement