নাগরিকত্ব বিল প্রত্যাহার না করলে উত্তাল হবে উত্তর-পূর্ব: মানিক সরকার

Last Updated:
#আগরতলা: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে উত্তপ্ত উত্তর-পূর্ব । ইতিমধ্যেই এই বিলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন অসম,মিজোরাম, ত্রিপুরার মানুষরা । কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার । যতক্ষণ না এই বিল প্রত্যাহার না করা হলে সমগ্র উত্তর-পূর্ব জুড়েই প্রতিবাদ ও বিক্ষোভের তীব্রতা বৃদ্ধি পাবে, জানিয়েছেন মানিক সরকার ।
এই বিল যদি একটি পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হয়, তাহলে তা ভারতীয় সংবিধানের প্রাথমিক ভিত্তিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে,আগরতলার একটি বিক্ষোভ সমাবেশে আজ জানিয়েছেন মানিক সরকার । এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানান সত্ত্বেও কেবলমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিল প্রযোজ্য করতে বদ্ধপরিকর বিজেপি, অভিযোগ মানিকবাবুর । প্রসঙ্গত, এই বিলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে অ-মুসলমান ৬টি সংখ্যালঘু সম্প্রদায়কে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব রয়েছে ।এই বিল আইনে রূপান্তরিত হলে সমস্যায় পড়বেন উত্তর-পূর্বের বাসিন্দারা।
advertisement
ব্রিটিশ শাসনকালে ভারতের নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়েছিল । একইরকমভাবে দেশে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা চালান হচ্ছে, জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।
advertisement
সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘন করতে পারে এই বিল ও এই নিয়ে দুশ্চিন্তাও প্রকাশ করেছে সিপিআইএমের সংগঠন গণমুক্তি পরিষদ। এই বিল আইনে রূপান্তরিত না হওয়ায় বাঞ্ছনীয় কারণ ১৯৭১ সাল থেকেই ত্রিপুরায় অন্য দেশের বাসিন্দারা রয়েছে যার কোনও সংগঠিত নথি নেই ।
বাংলা খবর/ খবর/দেশ/
নাগরিকত্ব বিল প্রত্যাহার না করলে উত্তাল হবে উত্তর-পূর্ব: মানিক সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement