পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ১০.৩৮ কোটি টাকা! অসমের মুখ্যমন্ত্রীকেও টেক্কা হিমন্ত বিশ্বশর্মার

Last Updated:
#গুয়াহাটি: দু'- এক কোটি নয়৷ গত পাঁচ বছরে অসমের স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মার সম্পত্তির পরিমাণ বেড়েছে ১০.৩৮ কোটি টাকা৷ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷ ওই রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে হিমন্ত বিশ্বশর্মার সম্পত্তির পরিমাণ ছিল ৬.৩৮ কোটি টাকা৷ সেখানে বর্তমানে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ বেড়ে হয়েছে ১৭.২৭ কোটি টাকা৷ সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১৭১ শতাংশ!
তবে একা হিমন্ত বিশ্বশর্মা নন৷ সম্পত্তি বৃদ্ধির পরিমাণ তাঁকেও ছাপিয়ে গিয়েছেন বিজেপি এবং তার এক জোট শরিকের আরও দুই বিধায়ক৷ হিমন্ত বিশ্বশর্মা সহ এই তিনজনই এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন৷ গত পাঁচ বছরে ঢাকুয়াখানার বিজেপি বিধায়ক নবকুমার দোলের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১৮.২২ কোটি টাকা৷ ২০১৬ সালে এই বিধায়কের সম্পত্তির পরিমাণ ছিল ৭.৩০ কোটি টাকা৷ ২০২১ সালে তা বেড়ে হয়েছে ২৫.৫২ কোটি টাকা৷ বিজেপি-র জোট শরিক এআইডিইউএফ-এর বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১০.১১ কোটি টাকা৷ ২.৭১ কোটি টাকা থেকে পাঁচ বছরে তাঁর সম্পত্তি বেড়ে হয়েছে ১৩.৮১ কোটি টাকা৷
advertisement
এর আগের বার নির্বাচনে জয়ী যে ৯০ জন বিধায়ক ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাঁচ বছরে তাঁদের সম্পত্তির কতটা বৃদ্ধি পেয়েছে, সেই তথ্যই খতিয়ে দেখেছে আসাম ইলেকশন ওয়াচ এবং এডিআর৷ এই রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে নির্দল সহ এই বিভিন্ন দলের এই ৯০ জন বিধায়কের গড় সম্পত্তির পরিমাণ ছিল ২.৫২ কোটি টাকা৷ পাঁচ বছরে তা বেড়ে হয়েছে ৪.৪৪ কোটি টাকা৷ অর্থাৎ গড়ে এক একজন বিধায়কের সম্পত্তি বেড়েছে ১.৯১ কোটি টাকা বা ৭৬ শতাংশ৷ বিজেপি-র যে ৪৫জন বিধায়ক পুনরায় ভোটে লড়ছেন, তাঁদের গড় সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ২.৪৭ কোটি টাকা (১০৮ শতাংশ)৷ আর কংগ্রেসের ১৭ জন বিধায়ক যাঁরা আবার ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ গড়ে ৯৭ লক্ষ টাকার কিছু বেশি বা ৪১.৪৪ শতাংশ৷
advertisement
advertisement
২০১৬ সালে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের ঘোষিত সম্পত্তির পরিমাণ ছিল ১.৮৫ কোটি টাকা৷ পাঁচ বছরে তা বেড়ে হয়েছে ৩.১৭ কোটি টাকা৷ সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ৭১ শতাংশ৷ তবে হিমন্ত বিশ্বশর্মার মতো অসম মন্ত্রিসভার অনেক সদস্যই সম্পত্তি বৃদ্ধির নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছাপিয়ে গিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পাঁচ বছরে সম্পত্তি বেড়েছে ১০.৩৮ কোটি টাকা! অসমের মুখ্যমন্ত্রীকেও টেক্কা হিমন্ত বিশ্বশর্মার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement