‘নির্লজ্জ-কাপুরুষের মতো খোঁজা হচ্ছে চিদম্বরমকে, আমরা তাঁর পাশে আছি’, ট্যুইট প্রিয়াঙ্কা গান্ধি বঢরার
Last Updated:
চিদম্বরমের পাশে প্রিয়াঙ্কা গান্ধি ৷
#নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতারির মুখে পি চিদম্বরম। মঙ্গলবার সন্ধে ও রাতের পর বুধবার সকালেও প্রাক্তন অর্থমন্ত্রী দিল্লির জোরবাগের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা।
তবে এই বিষয়ে চিদম্বরমের পাশে প্রিয়াঙ্কা গান্ধি ৷ এদিন তিনি ট্যুইট করে জানান, ‘রাজ্যসভার সম্মানীয় সদস্য চিদম্বরম ৷ দীর্ঘদিন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ৷ সততার সঙ্গে এই সরকারের বিরোধিতা করেছেন ৷ সরকারের ভুল প্রকাশ্যে এনেছেন ৷ নির্লজ্জ-কাপুরুষের মতো খোঁজা হচ্ছে চিদম্বরমকে ৷ ফল যাই হোক না কেন ৷ আমরা চিদম্বরমের পাশে আছি ৷’
advertisement
রাতে দু'ঘন্টার মধ্যে সিবিআইয়ের সামনে হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস দেওয়া হয়। সেইসময় বাড়িতে ছিলেন না চিদম্বরম। ফোন বন্ধ প্রাক্তন অর্থমন্ত্রীর। বাড়ির দেওয়ালেই নোটিস সেঁটে দেন সিবিআই আধিকারিকরা। আজ সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের শুনানি।
advertisement
An extremely qualified and respected member of the Rajya Sabha, @PChidambaram_IN ji has served our nation with loyalty for decades including as Finance Minister & Home Minister. He unhesitatingly speaks truth to power and exposes the failures of this government, 1/2
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) August 21, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 21, 2019 9:10 AM IST