কংগ্রেস থেকে ইস্তফা দিলেন মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী
Last Updated:
#লখনউ: ভোটের মাঝেই কংগ্রেসে ছন্দপতন। দল ছাড়লেন কংগ্রেসের নেত্রী তথা সর্বভারতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদী। কিছু দিন আগেই নিজের দলের সমালোচনা করে ছিলেন তিনি।
তিনি বলেছিলেন, কংগ্রেসে গুন্ডারা অগ্রাধিকার পায়। যে মন্তব্যের পর জাতীয় রাজনীতিতে ঝড় বয়ে গিয়েছিল। এরপর থেকেই জল্পনা শুরু হয় প্রিয়াঙ্কার দল ছাড়া নিয়ে। প্রিয়াঙ্কা চতুর্বেদীর এই অভিযোগের পরেই তোলপাড় শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে।
তাঁর এই মন্তব্য করার কিছু দিন আগে, তিনি অভিযোগ করেছিলেন, উত্তরপ্রদেশে দলেরই কিছু নেতা তাঁকে হেনস্থা করেছে। কিন্তু সম্প্রতি, নির্বাচনের প্রাক্কালে তাঁরা দলে ফিরে আসে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তাঁদের দলে ফিরিয়ে আনেন। এই কারণেই হতাশা ব্যক্ত করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।
advertisement
advertisement
দলের সমস্ত সোশ্যাল গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। এমনকী সোশ্যাল নেটওয়াকিং সাইট ট্যুইটারে নিজের পরিচিতিও বদলে দিয়েছেন প্রিয়াঙ্কা।
এক সপ্তাহ আগেই তিনি বিজেপি নেত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা নিয়ে মন্তব্য করেছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2019 12:41 PM IST