জঙ্গল সাফারিতে রাজদম্পতি, কাজিরাঙা সফরে কেট-উইলিয়ম
Last Updated:
খোলা জিপে কাজিরাঙা জাতীয় অভয়ারণ্যে রাজকীয় সফর। ভারতভ্রমণে এসে কাজিরাঙা ঘুরে দেখলেন ইংলন্ডের প্রিন্স উইলিয়াম ও ডাচেস কেট মিডলটন।
#গুয়াহাটি: খোলা জিপে কাজিরাঙা জাতীয় অভয়ারণ্যে রাজকীয় সফর। ভারতভ্রমণে এসে কাজিরাঙা ঘুরে দেখলেন ইংলন্ডের প্রিন্স উইলিয়াম ও ডাচেস কেট মিডলটন। কাজিরাঙার একশৃঙ্গ গণ্ডারের চোরাশিকার রুখতে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে খোঁজখবরও নিলেন। জাতীয় অভয়ারণ্যকে ঘিরেই যাদের রোজকার দিনযাপন, তাঁদের সঙ্গেও কথা বললেন রাজকুমার-রাজকুমারী।
পরণে কটন ক্যাজুয়াল। চোখে রোদচশমা। গলায় জড়ানো অসমীয়া স্কার্ফ 'বিহুয়ান'। ডাচেস অফ কেমব্রিজ কেট পুরোদস্তুর তৈরি হয়েছিলেন জাঙ্গল সাফারির জন্যে। সঙ্গী স্বামী প্রিন্স উইলিয়ামস। প্রখর রোদেই দু জনে ঘুরলেন একশৃঙ্গ গণ্ডারের বিশ্বের একমাত্র আবাসস্থল, কাজিরাঙা অভয়ারণ্যে। সফরের শুরু থেকেই যথেষ্ট উৎসাহী দেখাচ্ছিল প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনকে। তাঁদের ঘিরে ছিল নিরাপত্তাকর্মীদের কনভয়। কাজিরাঙার বাগোরি রেঞ্জে সফর করেন রাজদম্পতি। সাফারি শেষে সাংবাদিকদের জানান, গণ্ডার তো বটেই, তাঁরা দেখেছেন বার্কিং ডিয়ার, বনমহিষ। কাজিরাঙার দুঙ্গা ও রাউমারি ফরেস্ট ক্যাম্পাসও ঘুরে দেখেন দম্পতি। বিমোলি ক্যাম্পে ব্রেকফাস্ট সারেন। কথাও বলেন বনকর্মীদের সঙ্গে। হাতি ও গণ্ডার সম্পর্কে নানা তথ্য খুঁটিয়ে জানতে চান কেট ও উইলিয়াম। চোরাশিকারীদের মোকাবিলায় কি কি বিপদ, তাও বিশদে জানতে চান প্রিন্স উইলিয়াম। খবর নেন বনকর্মীদের পরিবারেরও। গতকালই তেজপুরে দুদিনের সফরে এসে পৌঁছেছিলেন রাজদম্পতি। তেজপুর এয়ারপোর্ট থেকে গাড়িতে ৯০ মিনিটের সফর। তাঁরা পৌঁছন কাজিরাঙার দিফলু রিভার লজে। বিহু ও ঝুমুর নাচের আয়োজন ছিল সেখানে। কাজিরাঙা সফর শেষে বৃহস্পতিবার ভূটানের উদ্দেশে রওনা হবেন তাঁরা।
advertisement
ছবি- পিটিআই
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2016 6:33 PM IST