'ওঁ, গরু শব্দগুলি শুনলেই অনেকের গা জ্বলে,' কেন্দ্রের গো-নীতির সমালোচকদের জবাব মোদির
Last Updated:
পালিত পশুর নানা রোগ নিয়ন্ত্রণ ও সঠিক চিকিত্সার জন্য জাতীয় পশুরোগ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেন মোদি৷
#মথুরা: 'ওঁ' এবং 'গরু' কোনও নিষিদ্ধ শব্দবন্ধ ট্যাবু নয় যে উচ্চারণ করলেই দেশ কয়েক যুগ পিছিয়ে যাবে৷ বুধবার মথুরায় জাতীয় পশুরোগ নিয়ন্ত্রণ প্রকল্প (NADCP)-র সূচনায় কেন্দ্রের গো-নীতিনিয়ে বিরোধীদের সমালোচনার এ ভাবেই জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
PM Modi in Mathura: Iss desh ka durbhagya hai ki kuchh logo ke kaan par agar 'om' aur 'gaaye' shabd padhta hai to unke baal khade ho jate hain, unko lagta hai desh 16th shatabdi mein chala gaya, aisa gyaan, desh barbaad karne walo ne desh barbaad karne mein kuchh nahi chhoda hai. pic.twitter.com/0imFNmxJU2
— ANI UP (@ANINewsUP) September 11, 2019
advertisement
advertisement
কেন্দ্রের গো-রাজনীতি দেশকে ধ্বংস করে দিচ্ছে৷ সাম্প্রদায়িকতার প্রশ্নে অনেক সময়ই এই নিন্দা শোনা যায় বিরোধীদের গলায়৷ সেই প্রসঙ্গে এ দিন মোদি বলেন, 'যখন কিছু মানুষ ওঁ বা গরু শব্দগুলি শোনেন, তাঁরা এমন ভাব করেন, যেন দেশ একলাফে ষোড়ষ শতকে পিছিয়ে গেল৷ এই ধরনের মানুষগুলি দেশকে ধ্বংস করে দিচ্ছে৷'
advertisement
পালিত পশুর নানা রোগ নিয়ন্ত্রণ ও সঠিক চিকিত্সার জন্য জাতীয় পশুরোগ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেন মোদি৷ গরু, মোষ, ভেড়া, ছাগল ও শুয়োরের মতো পালিত পশুর পায়ে ও মুখে নানা রোগ ঠেকাতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে নয়া প্রকল্পে৷ কেন্দ্রের উদ্দেশ্য, ২০২৫ থেকে ২০৩০ সালের মধ্যে পশুদের ব্রুসেলোসিস রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা৷
advertisement
আরও ভিডিও: একসঙ্গে ৩৫০ গরুর মৃত্যু, কারণ অজানা...
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2019 3:36 PM IST