#নয়াদিল্লি: ভারত-পাক টেনশনের আবহে আজ অর্থাত্ বৃহস্পতিবার নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার বৈঠক হবে৷ পাকিস্তানে আটক পাইলটকে উদ্ধারের বিষয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর৷
ভারত-পাক টেনশনের আবহে দু দেশকেই ফের সেনা অভিযান না করার আবেদন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ একই সঙ্গে জঙ্গি মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গিদের কালো তালিকায় আনার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব দিয়েছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স৷ মাসুদকে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে রাষ্ট্রসঙ্ঘে৷ বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব জমা পড়েছে রাষ্ট্রসঙ্ঘে৷
রাষ্ট্রসঙ্ঘে প্রস্তাবে জইশ প্রধানকে কালো তালিকাভূক্ত করার পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তের প্রস্তাবও দেওয়া হয়েছে৷ রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনে ভারত আর্জি জানিয়েছে, জইশ-এর বিরুদ্ধে ব্যবস্থা নিক৷ হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে ভারত ও পাকিস্তান-- উভয় পক্ষকেই যুদ্ধ আবহ থেকে বেরিয়ে আলোচনার টেবিলে বসার আর্জি জানানো হয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে, 'ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনা নিয়ে গভীর চিন্তিত মার্কিন যুক্তরাষ্ট্র৷ আমরা উভয় পক্ষকেই বলছি, এই টেনশন কমানোর জন্য জরুরি পদক্ষেপ করা হোক৷'
হেফাজতে থাকা ভারতীয় বায়ুসেনার পাইলটের রক্তাক্ত ছবি তুলে ধরেছে তারা। ভারতে নিযুক্ত পাকিস্তানের কার্যনির্বাহী হাই কমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ করেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের সেই প্রতিবাদপত্রে ভারতের আকাশসীমায় ঢুকে পাকিস্তানের হানার কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। বলা হয়েছে, ভারতীয় পাইলটের রক্তাক্ত অবস্থার ছবি কুৎসিতভাবে তুলে ধরছে পাকিস্তান। ভারত এই ঘটনার প্রতিবাদ করছে। এমন ঘটনা আন্তর্জাতিক মানবতা আইন ও জেনিভা চুক্তি ভঙ্গ হয়েছে। পাকিস্তানকে স্পষ্ট জানানো হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর সদস্যের কোনও ক্ষতি যেন না হয়। পাকিস্তান তাঁকে দ্রুত ও নিরাপদে দেশে ফেরাবে বলে আশা করছে ভারত।
আরও ভিডিও: দিল্লি বিমানবন্দরে ভারতীয় সেনা, 'বন্দে মাতরম' ধ্বনিতে স্বাগত জানালেন যাত্রীরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India Pakistan Tension, India strikes back, PM Narendra Modi